shono
Advertisement

Mamata Banerjee: ‘মার গোলি, দেখি কত সাহস’, যাদবপুরে ‘গোলি মারো’ স্লোগান কাণ্ডে গ্রেপ্তারির নির্দেশ মমতার

তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ মঞ্চ থেকে এই ইস্যুতে সুর চড়ান মমতা।
Posted: 02:58 PM Aug 28, 2023Updated: 02:58 PM Aug 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির ‘যাদবপুর বাঁচাও’ মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগান নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন তিনি।

Advertisement

গত শুক্রবার ‘যাদবপুর বাঁচাও’ কর্মসূচি ছিল বিজেপি যুব মোর্চার। গোলপার্ক থেকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন কর্মী-সমর্থকরা। সেই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। মিছিল থেকে ‘গোলি মারো’, ‘জুতো মারো’ স্লোগানও ওঠে। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে জুতো উঁচিয়ে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। তা প্রতিহত করতে এগিয়ে আসে পুলিশ। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর।

[আরও পড়ুন: ‘আতসবাজি নয়, সবুজ বাজি তৈরি করুন’, টিএমসিপির সভায় দত্তপুকুর নিয়ে বার্তা মমতার]

মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগানকে সমর্থন করে না তৃণমূল। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ মঞ্চ থেকে এই ইস্যুতে সুর চড়ান মমতা। বলেন, “গোলি মারো বলছে। দিল্লি করবে ভেবেছে। আমার স্বপ্ন হারিয়ে গিয়েছে। দেখি কত বড় সাহস। মার গোলি। পুলিশকে বলেছি সবাইকে গ্রেপ্তার করবে যারা সেই স্লোগান দিয়েছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি লালে লাল হয়েছে। লাল-হলুদ মিলে গিয়েছে। গণ্ডগোল করলে পুলিশ ব্যবস্থা করবে। আমি পুলিশকে কড়া নির্দেশ দিচ্ছি যে ছাত্র যেখানে পড়ে, সেখানে কলেজ করবে। বাইরের কেউ যেন গুণ্ডামি করতে না পারে। যাদবপুরে বিক্ষোভ দেখাবি দেখা। বিচার চাও। কিন্তু এটা বিচার চাওয়ার পদ্ধতি নয়। গোলি মারার স্লোগান যারা দিয়েছে সবাইকে গ্রেপ্তার করতে হবে। গোলি মারার অধিকার কারও নেই।”  উল্লেখ্য, যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় তৎপর পুলিশ। ইতিমধ্যে ছাত্রমৃত্যুর ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্লোগান কাণ্ডে কেউই গ্রেপ্তার হয়নি। 

[আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণকাণ্ড: বিধানসভায় মমতার বিবৃতি দাবি শুভেন্দুর, খারিজ করলেন স্পিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement