shono
Advertisement

শুভেন্দু অধিকারীর পালটা, সোমবার পুরশুড়ায় জনসভা মমতার

শুভেন্দুর হুঁশিয়ারির জবাবে কী বলেন তিনি, সেদিকেই নজর সকলের।
Posted: 02:28 PM Jan 24, 2021Updated: 03:19 PM Jan 24, 2021

দিব্যেন্দু মজুমদার, হুগলি: শুভেন্দু অধিকারীর পালটা জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার হুগলির পুরশুড়ায় সভা করবেন তিনি। নন্দীগ্রাম, পুরুলিয়ার পর এবার হুগলির পুরশুড়াতে জনসভা তাঁর। আগামিকাল ঠিক দুপুর একটা নাগাদ মঞ্চে ওঠার কথা মমতার। শুভেন্দুর হুঁশিয়ারির জবাবে কী বলেন তিনি, সেদিকেই নজর সকলের।

Advertisement

দিনকয়েক আগেই চন্দননগরে রোড শো ও জনসভা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঞ্চ থেকে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সদ্য দলবদলকারী শুভেন্দু। আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) ‘হুগলি জেলায় তৃণমূল শূন্য পাবে’ বলে দাবিও করেন তিনি। নিজে নন্দীগ্রামের বিষয়টা বুঝে নিলেও, বিজেপি কর্মীদের চন্দননগরটা বুঝে নেওয়ার কথাও বলেছিলেন। রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

[আরও পড়ুন: খাবারের লোভ দেখিয়ে সাড়ে ৫ বছরের শিশুকন্যাকে ‘ধর্ষণ করে খুন’, গ্রেপ্তার প্রতিবেশী যুবক]

গত লোকসভা নির্বাচনে আরামবাগ-সহ হুগলির বিভিন্ন প্রান্তে মোটেও ভাল ফল করেনি তৃণমূল (TMC)। হুগলি লোকসভা কেন্দ্রটিও বর্তমানে বিজেপির দখলে। সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) সেখানে জয়ী হন। এছাড়াও হুগলিতে গোষ্ঠীকোন্দল যে যথেষ্টই রয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের গলাতেও শোনা গিয়েছে ‘বেসুরো’ কথাবার্তা। হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব এবং আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের সম্পর্কও তেমন ভাল নয়। তার উপর আবার জনসভায় শুভেন্দুর হুঙ্কার। রাজনৈতিক মহলের মতে, সব মিলিয়ে হুগলি জেলা নিয়ে যথেষ্ট চাপে তৃণমূল।

তাই শুভেন্দুর পালটা হিসাবে এবার হুগলির পুরশুড়ায় জনসভা করার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দুপুর একটা নাগাদ সেখানেই জনসভা রয়েছে তাঁর। ওই সভা থেকে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। যদিও বিজেপি (BJP) মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপিকে দেখেই ভোটযুদ্ধের রণকৌশল তৃণমূল স্থির করছে বলেই দাবি তাদের। তবে এ বিষয়ে ঘাসফুল শিবির মুখে কুলুপ এঁটেছে।

[আরও পড়ুন: সপ্তাহান্তে কুয়াশার চাদরে মোড়া রাজ্য, ঝুঁকি এড়াতে আপাতত বন্ধ বিমান চলাচল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার