shono
Advertisement

নির্বাচনে কালো টাকা রুখতে সরব মুখ্যমন্ত্রী

সৌহার্দ্য বা গঠনমূলক আলোচনার নজির এনে রাজ্য বিধানসভা সারা দেশকে পথ দেখাবে বলে আশা মুখ্যমন্ত্রীর৷ The post নির্বাচনে কালো টাকা রুখতে সরব মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 12:07 AM Jun 01, 2016Updated: 06:54 PM May 31, 2016

স্টাফ রিপোর্টার: নবনির্বাচিত বিধায়কদের শুভেচ্ছা জানিয়ে বিধানসভায় গঠনমূলক আলোচনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় কালো টাকা রুখতে বিধি বদলের কথাও বলেছেন তিনি৷ সৌহার্দ্য বা গঠনমূলক আলোচনার নজির এনে রাজ্য বিধানসভা সারা দেশকে পথ দেখাবে বলে আশা মুখ্যমন্ত্রীর৷

Advertisement

মঙ্গলবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়৷ তারপরই বলতে উঠে মমতা বলেন, “চেয়ারকে মান্যতা দিই আমরা৷ স্পিকার পথ দেখাবেন৷ নতুন বিধায়ককে পুরনোরা প্রশিক্ষণ দেবেন৷ ১৭ বারের মধ্যে ১০ বারই সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে স্পিকার নির্বাচনে৷”

এদিন বিধানসভায় গঠনমূলক,  উন্নতি ও প্রগতির আলোচনা চাইলেন তিনি৷ তাঁর আশা, স্টেট ফান্ডিং, প্রশাসনিক সংস্কার ও অর্থনৈতিক-নির্বাচনী সংস্কার আরও সুন্দর হোক৷ গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়ায় মা-মাটি-মানুষকে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মঙ্গলবার ধ্বনি ভোটে বিমানবাবুর নাম গৃহীত হয়৷ ৭ জন বিধায়ক তাঁর নাম প্রস্তাব করেন৷ গতকালই তৃণমূলের পক্ষ থেকে দ্বিতীয়বার স্পিকার পদে বিমান বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়া হয়৷ ডেপুটি স্পিকারের পদে তৃণমূলের পছন্দ হায়দার আজিজ সফি৷ তবে এক্ষেত্রে কংগ্রেস বিরোধী দলের কাউকে ডেপুটি স্পিকারের পদের জন্য মনোনীত করতে আবেদন রেখেছে৷ এদিনই আবদুল মান্নানকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়৷ গতকালই এআইসিসি তাঁকে বাছাই করে৷ চাঁপদানির বিধায়ক আবদুল মান্নানের সঙ্গে  এই পদের লড়াইয়ে ছিলেন মানস ভুঁইয়া৷ কংগ্রেসের দলনেতাই হবেন বিরোধী দলনেতা৷

গতকালই মান্নানকে কংগ্রেসের ঘরে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও আনিসুর রহমান৷ জোটপন্থী মান্নানকে জড়িয়েও ধরতে দেখা যায় সিপিএম নেতাদের৷ যদিও সিপিএমের পলিটব্যুরো জোট তত্ত্বকে মানছে না বলেই দিল্লির বৈঠকে জানানো হয়েছে৷

The post নির্বাচনে কালো টাকা রুখতে সরব মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement