shono
Advertisement

পাঁচিল পেরিয়ে চিড়িয়াখানায় সটান জিরাফের পিঠে যুবক, তারপর…

ভিডিওটি নিমেষে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ The post পাঁচিল পেরিয়ে চিড়িয়াখানায় সটান জিরাফের পিঠে যুবক, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 05:36 PM Aug 02, 2019Updated: 05:36 PM Aug 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাঁচার বাইরে থেকে তাকে দেখে আনন্দ করবেন বলেই ভেবেছিলেন৷ কিন্তু ঘটল তার ঠিক উলটো৷ জিরাফ দেখতে এসে পরিখা পেরিয়ে এক্কেবারে তার পিঠেই চড়ে বসল এক যুবক৷ কাজাখস্তানের চিড়িয়াখানার এই ঘটনার ভিডিওই বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল৷ ইতিমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে তার নাম, পরিচয় কিছুই জানা যায়নি৷

Advertisement

[আরও পড়ুন: মৃত্যুর ১২৭ বছর পর আজও ফরাসি কবি র‌্যাঁবোর সমাধিস্থলে আসে চিঠি]

কাজাখস্তানের বাসিন্দা এক যুবকের সাধ জেগেছিল চিড়িয়াখানায় যাওয়ার৷ মন যা চেয়েছিল, তাই করেছিলেন তিনি৷ সুযোগ পাওয়ামাত্রই তিনি ভিড় জমান শিমকেন্ট চিড়িয়াখানায়৷ বেশ কিছুক্ষণ চিড়িয়াখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিরাফ দেখছিলেন ওই যুবক৷ আর পাঁচজনও দাঁড়িয়েছিলেন তাঁর পাশে৷ কিন্তু হঠাৎই বদলে যায় ছবিটা৷

আগুপিছু না ভেবেই জিরাফের বাসস্থলের সামনের পরিখা পেরোতে শুরু করেন ওই যুবক৷ দু’টি পরিখা পেরিয়ে চলে যান জিরাফের কাছে৷ কোনওক্রমে চড়ে বসেন তার পিঠে৷ গায়ে হাত বুলিয়ে দেওয়ার ফলে বোধহয় প্রথমদিকে খুশি হয় জিরাফটি৷ পিঠে চড়িয়ে ওই যুবককে চিড়িয়াখানার বেশ খানিকটা ভিতরে নিয়ে যায়৷ তবে আচমকাই তার মন গেল বদলে৷ যুবকের উপর রীতিমতো রেগে যায় জিরাফ৷ পিঠ থেকে ঝেড়ে ফেলে দেয় যুবককে৷

[আরও পড়ুন: নর্দমায় ভেসে বেড়াচ্ছে ৮ ফুট লম্বা কুমির, চাঞ্চল্য মহারাষ্ট্রের চিপলুনে]

ততক্ষণে যদিও চিড়িয়াখানার কর্মীরা ওই যুবকের কাণ্ড জেনে গিয়েছেন৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কর্মীরা৷ ওই যুবককে জিরাফের খাঁচা থেকে টেনে বের করা হয়৷ জানা গিয়েছে, ওই যুবকটি চিড়িয়াখানায় ঢোকার আগে নেশা করেছিল৷ তাই নেশার ঘোরেই জিরাফের খাঁচায় ঢুকে পড়েছে সে৷ তাকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে৷

[আরও পড়ুন: যেন ভিনগ্রহীদের রাজত্ব! তাইওয়ানের ‘ভৌতিক’ শহরের সব বাড়ি UFO-এর মতো]

গোটা দৃশ্য মোবাইলে ভিডিও করেন অনেকেই৷ তা ভাইরাল হয়েছে নিমেষেই৷ ওই ভিডিওই দেখামাত্রই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা৷ তবে এ ধরনের পাগলামি অনুচিত বলেও দাবি করেছেন অনেকেই৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Туркестан | Түркістан (@turkestan_today) on

ছবি-ভিডিও সৌজন্যে: টারকেসটন টুডে 

The post পাঁচিল পেরিয়ে চিড়িয়াখানায় সটান জিরাফের পিঠে যুবক, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার