সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে বাড়ি ফেরানোর দাবিতে পরিবার আদালতে মামলা দায়ের করছিলেন যুবক৷ শুরু হয়েছিল মামলার শুনানি৷ কিন্তু, সেই ভরা এজলাসে রক্তপাত ঘটে যাবে তা কল্পনাও করতে পারেননি গ্রামের কর্তা-ব্যক্তিরা৷ মঙ্গলবার পারিবারিক বিবাদের জেরে পরিবার আদালতে মামলা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী৷ উন্মাদ ছেলের হাত থেকে বউমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ সোমবার রাতের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওড়িশার সম্বলপুর৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পরিবার আদালতে মামলা চলাকালীন রমেশ কুম্ভার নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সঞ্জিতা চৌধুরিকে কুপিয়ে খুন করে৷ অভিযোগ, স্ত্রী সঞ্জিতার উপর অস্ত্র নিয়ে তেড়ে যায়৷ মামলা চলাকালীন আদালত চত্বরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে৷ চোখের সামনে বউমাকে খুন হতে দেখে ঝাঁপিয়ে পড়েন শাশুড়ি৷ অস্ত্রের ঘায়ে গুরুতর জখমও হন তিনি৷ মুহূর্তেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে৷
জানা গিয়েছে, গত একবছর আগে রমেশের সঙ্গে বিয়ে হয় সঞ্জিতার৷ বিয়ের পর থেকে সব কিছুই ঠিকঠাক চলছিল৷ কিন্তু, হঠাৎ বাধে গন্ডগোল৷ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠতে থাকে৷ শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার৷ পারিবারিক বিবাদের জেরে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন ওই গৃহবধূ৷ লোক পাঠিয়ে স্ত্রীকে বাড়ি ফেরার আবদারও জানায় অভিযুক্ত৷ কিন্তু, স্বামীর আর্জি খারিজ করে নিজের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন ওই গৃহবধূ৷ কিন্তু, স্ত্রীকে না পাওয়ায় পরিবার আদালতে মামলা ঠোকে ওই যুবক৷ সোমবার ছিল ওই মামলার শুনানি৷ অভিযোগ, মামলার শুনানি চলাকালীন পরিকল্পনা করে গৃহবধূকে কুপিয়ে খুন করা হয়৷
The post আদালত চত্বরেই স্ত্রীকে কুপিয়ে খুন যুবকের, উত্তেজনা সম্বলপুরে appeared first on Sangbad Pratidin.