shono
Advertisement

Breaking News

‘দুঃসময় কাটিয়ে উঠেছে মণিপুর’, অশান্তির মাঝেই দাবি অসম রাইফেলসের

এখনও পর্যন্ত মণিপুরে হিংসার বলি ১৯২।
Posted: 08:42 PM Sep 01, 2023Updated: 08:42 PM Sep 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতিদাঙ্গায় জ্বলছে মণিপুর। প্রায়দিনই উত্তর-পূর্বের এই রাজ্য থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এখনও ঝরছে রক্ত। এর মাঝেই শুক্রবার হিংসাদীর্ণ মণিপুর নিয়ে আশার কথা শোনালেন অসম রাইফেলসের শীর্ষকর্তা লেফটেন্যান্ট জেনারেল পি সি নায়ার। তাঁর দাবি, “দুঃসময় কাটিয়ে এসেছি আমরা।” 

Advertisement

এদিন পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল নায়ার বলেন, “দুঃসময় কাটিয়ে উঠছে মণিপুর। যদিও কয়েক জায়গায় এখনও অশান্তি হচ্ছে, মৃত্যুর ঘটনা ঘটছে তবুও ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে এগোচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা বহু বাঙ্কার ধ্বংস করেছি। অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছি। পীড়িত বহু মানুষকে উদ্ধার করেছি।”

গত মাসেই জনরোষের মুখে পড়ে আধা সামরিক বাহিনী অসম রাইফেলস। বিষ্ণুপুর- কাংভই এলাকার স্পর্শকাতর চেকপয়েন্ট থেকে ৯ অসম রাইফেলসকে সরিয়ে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল। বিষ্ণুপুরের গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট মইরাং লামখেই থেকেও অসম রাইফেলসকে সরিয়ে নেওয়া হয়েছিল। গত চার মাস ধরে মণিপুর পুলিশের কমান্ডোদের সঙ্গে অসম রাইফেলসের বচসার ভিডিও প্রকাশ্যে এসেছে। এর আগেও অসম রাইফেলসের বিরুদ্ধে অত্যাধিক বলপ্রয়োগের অভিযোগ করেছেন মেতেই মহিলাদের সংগঠন ‘মেইরা পাইবি’।

[আরও পড়ুন: মণিপুরের ছায়া অসমে, জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে মহিলাদের অর্ধনগ্ন বিক্ষোভ গুয়াহাটিতে]

শুক্রবারের সাক্ষাৎকারে উঠে আসে এই প্রসঙ্গও। এর উত্তরে নায়ার জানান, “আমি পরিষ্কার জানাতে চাই আমরা পক্ষপাতিত্ব করি না। মণিপুরে শান্তি ফেরাতে আমরা যথেষ্ট কাজ করছি। আমরা দুই গোষ্ঠীরই পাশে দাঁড়িয়েছি। হিংসার কবল থেকে দুই গোষ্ঠীরই মানুষদের উদ্ধার করেছি। দু’পক্ষের থেকেই অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।”

উল্লেখ্য, গত চার মাস ধরে মেতেই-কুকি জাতিদাঙ্গার আগুনে জ্বলছে উত্তরপূর্বের এই রাজ্য। প্রায় দিনই সে রাজ্য থেকে সংঘর্ষ ও রক্ত ঝরার খবর মিলছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২। আহত বহু। উত্তপ্ত পরিস্থিতির জেরে চরম দুর্দশায় দিন কাটছে মণিপুরবাসিদের। ফলে মণিপুরের আইনশৃঙ্খলা নিয়ে বারে বারে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা মুখে পড়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। এর মাঝেই আশার বার্তা শোনা গেল অসম রাইফেলসের তরফে।

[আরও পড়ুন: ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে বিজেপি জিততে পারবে না’, ইন্ডিয়ার মঞ্চ থেকে হুঙ্কার রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement