সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন তিনি। চেয়ারে পা তুলে বসেই দিবানিদ্রা দিয়েছিলেন। কিন্তু গ্যালারি থেকে ভেসে আসা কোলাহলে ধড়ফড় করে উঠে বসলেন তিনি। কী হয়েছে বোঝার চেষ্টা করলেন! প্যাড পরাই ছিল। সটান নেমে পড়লেন ব্যাট হাতে। ঘুম থেকে দ্রুত উঠে ভারতীয় বোলারদের বিষ শুষে নেওয়ার চেষ্টা করলেন। তৃতীয় দিনের শেষেও তিনি ক্রিজে। তিনি মারনাস লাবুশেন (Marnus Labuschagne)। অস্ট্রেলিয়ার (Australia) তারকা ব্যাটার।
লাবুশেনের এই ছোট্ট ঘুম দেখে অনেক উদাহরণ মনে পড়তেই পারে। বিখ্যাত গানের লাইন, ‘কথা বলো না, কেউ শব্দ কোরো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না’ গুনগুন করতে পারেন অনেকেই। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় লাবুশেন তো এই মুহূর্তে ঈশ্বরই। এক নম্বর স্থান দখল করে রয়েছেন অজি তারকা। তাঁকে তো ঈশ্বরই বলা যায়।
[আরও পড়ুন: ‘প্রত্যাবর্তনের বহু নজির থাকলেও ওর মতো নেই’, রাহানেকে দরাজ সার্টিফিকেট সৌরভের]
কারওর আবার মনে পড়তে পারে রিপ ভ্যান উইঙ্কলের কথা। রিপ ভ্যান উইঙ্কল দীর্ঘ সময় ঘুমিয়েছিলেন। লাবুশেন অল্প সময়ের জন্য কেবল ঘুমনোর চেষ্টা করেছিলেন মাত্র। কিন্তু স্মরণকালের মধ্যে দলের সবথেকে নির্ভরযোগ্য ব্যাট চোখ বন্ধ করে ঘুমোচ্ছেন প্যাভিলিয়নে বসে, এমন দৃশ্য কি ক্রিকেট মাঠে দেখা গিয়েছে?
টিভি ক্যামেরায় যখন দেখা যায় লাবুশেন চোখ বন্ধ করে, চেয়ারের উপরে পা তুলে, মাথা ঝুলিয়ে দিয়ে ঘুমোচ্ছেন, তা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন, অনেকেই মুখ চেপে হেসেছেন। ওয়ার্নার ও খোয়াজা যখন ওপেন করতে নেমেছিলেন তখন কেন ওরকম ঝিমোচ্ছিলেন লাবুশেন? অজি তারকা সেই কারণ জানিয়েছেন আইসিসি-কে। লাবুশেন বলেছেন, ”আমি নিজের চোখ দুটোকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করছিলাম। একটু রিল্যাক্স করছিলাম।”
যে কোনও দলের তিন নম্বর পজিশন গুরুত্বপূর্ণ। আর ওপেনার দ্রুত ফিরে গেলে তো তিন নম্বর ব্যাটসম্যানই কার্যত হয়ে যান ওপেনার। বিপক্ষের গোলাগুলি সামলাতে হয় তিন নম্বর ব্যাটারকেই। ওয়ার্নার দ্রুত ফেরায় লাবুশেন দলের হাল ধরার চেষ্টা করেন। এই রকম ধরনের টেনশনের ম্যাচে স্নায়ুকে শান্ত রাখাই আসল কাজ। লাবুশেন বললেন, ”আমি স্নাযু শান্ত রাখার চেষ্টা করছিলাম। সব সময়ে ম্যাচ দেখা সম্ভব নয়।”
অজিদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই মহম্মদ সিরাজ আঘাত হানেন। ওয়ার্নার উইকেটের পিছনে খোঁচা দিয়ে ফেরেন। বাঁ হাতি অজি ওপেনার আউট হতেই লাবুশানের ঘুম ভেঙে যায়। বলা ভাল ভারতীয় দর্শকদের কোলাহলেই ঘুম ছুটে যায় লাবুশেনের। তিনি বলছেন, ”খুব বেশি যে বিশ্রাম পেয়েছি তা নয়। সিরাজ শুরুতেই উইকেট তুলে নেয়।” চতুর্থ দিনে লাবুশেনকে দ্রুত ফেরানোই ভারতীয় বোলারদের যে মুখ্য উদ্দেশ্য তা বলাই বাহুল্য। থুড়ি, ভারতকে ম্যাচে ফিরতে হলে অজি-শিকার করতেই হবে।