সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল দক্ষিণ-পূর্ব চিনের জিয়াংঝি প্রদেশের নানচাং শহরে একটি অভিজাত হোটেলে। শনিবার সকালের এই দুর্ঘটনায় এখনও অবধি ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আরও ১৪ জন আহত হয়েছেন। চিনা সংবাদমাধ্যমের দাবি, এখনও অনেকেই হোটেলটিতে আটকে রয়েছেন। ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।
চিনের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এদিন সকাল আটটা নাগাদ এইচএনএ প্লাটিনাম মিক্স হোটেলের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনাটি প্রথম লক্ষ্য করা যায়। তারপরেই আগুন পুরো হোটেলটিতে ছড়িয়ে পড়তে থাকে। এমনকী হোটেলের সঙ্গে যুক্ত থাকা বহুতল বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানেও অনেকে আটকে রয়েছেন বলে খবর। এদিকে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে আসে দমকল ও অ্যাম্বুলেন্স। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন লাগার পর হোটেলটি থেকে গলগল করে ধোঁয়া নির্গত হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এনে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা এখনও চলছে।
The post চিনের অভিজাত হোটেলে ভয়াবহ আগুন, মৃত একাধিক appeared first on Sangbad Pratidin.