অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পুজোর মুখে পুড়ে ছাই নকশালবাড়ির চৌরঙ্গি বাজারের ৬০টি দোকান। মাথায় হাত ব্যবসায়ীদের। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
রবিবার রাত ৯টা নাগাদ নকশালবাড়ির চৌরঙ্গি বাজারে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। পুজোর মুখে ভিড় ঠাসা চৌরঙ্গি বাজারে অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৬০টি দোকান।
[আরও পড়ুন: দোকানে কৌটো বোমা! বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১৮ ফুট দূরে ছিটকে পড়লেন দম্পতি]
ব্যবসায়ীদের দাবি, দমকলের আরও বেশি ইঞ্জিন থাকলে হয়তো আগুন নেভাতে এতটা সময় লাগত না। আগুনের গ্রাস থেকে দোকানগুলিকে বাঁচানো সম্ভব হত। পুজোর মুখে বিপুল ক্ষতিতে মাথায় হাত ব্যবসায়ীদের। কীভাবে বাজারে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কিছু, খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। এদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে আজ ঘটনাস্থলে যাওয়ার কথা গৌতম দেবের।