shono
Advertisement
Master League

মাস্টার্স লিগেও কোটি টাকার বৃষ্টি! চ্যাম্পিয়ন হয়ে কত অর্থ প্রাপ্তি শচীনদের?

নস্ট্যালজিয়া উসকে ফাইনালে প্রায় ৪৭ হাজার দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে।
Published By: Arpan DasPosted: 11:41 AM Mar 17, 2025Updated: 11:41 AM Mar 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুড়ো হাড়ে ভেলকি! মাস্টার্স লিগে শচীন-যুবরাজদের দাপুটে পারফরম্যান্সকে এভাবেই আখ্যা দিচ্ছেন ভক্তরা। তবে শুধু মাঠে দাপট নয়, কোটি টাকার বৃষ্টি মাস্টার্স লিগেও। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারপর কত টাকা পেলেন শচীনরা?

Advertisement

দেশ-বিদেশের কিংবদন্তিরা জড়ো হয়েছিলেন মাস্টার্স লিগে। এক লহমায় যেন সময়কে পিছনে ফেলে দিয়েছিলেন শচীন-লারারা। রায়পুরের স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের সাক্ষী ছিলেন ৪৭ হাজারের বেশি দর্শক। খালি হাতে ফেরেননি তাঁরা। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সেই সঙ্গে বিরাট অর্থপ্রাপ্তি ক্রিকেটারদেরও।

ফাইনালে সব থেকে বেশি চার মেরে ৫০ হাজার টাকা পেলেন রায়ডূ। সেই সঙ্গে তিনটি ছক্কা মেরে আরও ৫০ হাজার টাকা পাচ্ছেন তিনি। সেই সঙ্গে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। তাই পাবেন আরও ৫০ হাজার টাকা। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বোলিং করেছেন শাহবাজ নাদিম (১২ রানে ২ উইকেট)। লক্ষ্মীলাভ ঘটছে তাঁর কপালেও।

এ তো গেল শুধু ফাইনালের কথা। গোটা টুর্নামেন্ট জুড়ে ৩৮টা চার মেরে ৫ লক্ষ টাকা পাচ্ছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। ২৫টি ছয় মেরে একই পরিমাণ অর্থ প্রাপ্তি অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের। রানার্স আপ হয়ে ওয়েস্ট ইন্ডিজ পাবে ৫০ লক্ষ টাকা। আর চ্যাম্পিয়ন ভারতের ভাঁড়ারে ঢুকছে এক কোটি টাকা। অবসরের গ্রহে গিয়েও কোটি টাকা আয় করছেন ভারতের 'মাস্টার্সরা'।

উল্লেখ্য, মাস্টার্স লিগের ফাইনালে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে ১৪৮ রান। জবাবে ৫০ বলে ৭৪ রান করেন অম্বাতি রায়ডু। শচীন তেণ্ডুলকর ১৮ বলে ২৫ রান করেন। দুজনের জুটিতেই জয়ের অনেকটা কাছে পৌঁছে যায় ভারত। বাকি কাজ করে দেন যুবরাজ ও স্টুয়ার্ট বিনি। ৬ উইকেট হাতে নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশ-বিদেশের কিংবদন্তিরা জড়ো হয়েছিলেন মাস্টার্স লিগে।
  • রায়পুরের স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের সাক্ষী ছিলেন ৪৭ হাজারের বেশি দর্শক।
  • ওয়েস্ট ইন্ডিজকে ৬ হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সেই সঙ্গে বিরাট অর্থপ্রাপ্তি ক্রিকেটারদেরও।
Advertisement