shono
Advertisement

১,৩০০ কোটি টাকার লেনদেন, আয়কর দপ্তরের নজরে মায়াবতীর ভাই

মাত্র ৭ বছর সময়ের মধ্যেই আনন্দ কুমারের সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা থেকে বেড়ে ১,৩১৬ কোটি টাকা হয়ে যায়৷ The post ১,৩০০ কোটি টাকার লেনদেন, আয়কর দপ্তরের নজরে মায়াবতীর ভাই appeared first on Sangbad Pratidin.
Posted: 04:08 PM Jan 10, 2017Updated: 10:38 AM Jan 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা তছরুপের অভিযোগে এবার আয়কর দপ্তরের নিশানায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর ভাই৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহোদর আনন্দ কুমারের আচমকাই বাণিজ্যিক ক্ষেত্রে ফুলেফেঁপে ওঠা এবং প্রায় ১,৩০০ কোটি টাকার মালিকানা অর্জন সংক্রান্ত বিষয়েই তাঁর উপর নজর পড়েছে আয়কর দপ্তরের৷

Advertisement

জানা গিয়েছে, ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে আশ্চর্যভাবে উত্থান হয় আনন্দ কুমারের৷ বলাইবাহুল্য এই সময় উত্তরপ্রদেশের মসনদে ছিলেন তাঁরই বন মায়াবতী৷ জানা গিয়েছে, মাত্র ৭ বছর সময়ের মধ্যেই আনন্দ কুমারের সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা থেকে বেড়ে ১,৩১৬ কোটি টাকা হয়ে যায়৷

সূত্রের খবর, বৃহত্তর রিয়েল এস্টেট ব্যবসার জন্য বৃহত্তর মূল্যের অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন আনন্দ৷ আর এরপরই ব্যবসার জন্য কয়েক কোটি টাকার ঋণ নেন তিনি৷ আকৃতি হোটেলস প্রাইভেট লিমিটেডে অধিকাংশ শেয়ারই ছিল মায়াবতীর ভাইয়ের নামে৷ দিল্লির এই কোম্পানির বিষয়ে তদন্ত করে জানা গিয়েছে বেশ কিছু আইনি জটিলতা আগে থেকেই তৈরি হয়ে রয়েছে কোম্পানিকে কেন্দ্র করে৷ কোম্পানির মোট ৩৭ জন শেয়ারহোল্ডার থাকলেও, এই শেয়ারহোল্ডারদের নাম কেবল আর্থিক কারচুপির জন্যই রাখা হয়েছে৷ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে রয়েছে আনন্দের ব্যবসা৷ আর ব্যবসায়িক ক্ষেত্রে আনন্দের এই উন্নতির ক্ষেত্রে তাঁর দিদি মায়াবতীর অবদান যে অনস্বীকার্য তাই কার্যত মেনে নিয়েছেন বিশেষজ্ঞমহল৷ সরকারি আধিকারিকরা জানিয়েছেন ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করেই এই বাণিজ্যিক লেনদেনগুলি হয়েছে৷

The post ১,৩০০ কোটি টাকার লেনদেন, আয়কর দপ্তরের নজরে মায়াবতীর ভাই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement