shono
Advertisement

ছোটদের ডার্বি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মোহনবাগান মাঠ

পরিস্থিতি সামলাতে ফের ঘোড়ায় সওয়ার হয়ে লাঠি হাতে মাঠে নামে পুলিশ৷ The post ছোটদের ডার্বি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মোহনবাগান মাঠ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:23 AM Dec 02, 2016Updated: 07:53 PM Dec 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীবারে ছোটদের ডার্বি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ময়দান৷ ম্যাচ চলাকালীন এবং ম্যাচ শেষে একাধিকবার বচসায় জড়ায় দুই দল৷ ম্যাচের ফলাফলকে ঘিরে অসন্তুষ্ট হয়ে সমর্থকরা রীতিমতো তাণ্ডব শুরু করেন৷ পরিস্থিতি সামাল দিতে একাধিকবার মাঠে নামে মাউন্টেড পুলিশ৷

Advertisement

এদিন অনূর্ধ্ব ১৮ আই লিগে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান৷ প্রথমার্ধেই লোয়েন গাম্বা সিংয়ের গোলে বাগান ০-১ গোলে পিছিয়ে পড়ে৷ খেলার ৮৯ মিনিটে দলকে সমতায় ফেরান দীপক৷ তবে প্রথম গোলের পর ফ্রি-কিক থেকে আরও একটি গোল দিয়ে সফল হয়েছিলেন লাল হলুদের জুনিয়ররা৷ রেফারি তা গোল হিসেবে মেনে নিলেও বিপক্ষের ফুটবলাররা অভিযোগ তোলেন, রেফারির বাঁশির আগেই ফ্রি-কিক শট নেওয়া হয়েছিল৷ ফলে সেই গোল শেষমেশ বাতিল করে দেওয়া হয়৷ দ্বিতীয়ার্ধে আবার আরেক কাণ্ড৷

বাগানের এক ফুটবলার ইস্টবেঙ্গলের জুনিয়রকে ফাউল করলে রেফারি বাগানের জুনিয়রকে হলুদ কার্ড দেখান৷ তাতে বাগান সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে৷ ফের নামে ঘোড়সওয়ার পুলিশ৷ এই তো গেল ম্যাচ চলাকালীন ঘটনা৷ ম্যাচের পর রণক্ষেত্রে পরিণত হয় মাঠ৷ ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ায় অসন্তুষ্ট দুই দলের সমর্থকরা৷ উত্তেজিত জনতা গ্যালারি থেকে মাঠের দিকে জলের বোতল, ইট ছুঁড়তে শুরু করেন৷

ফের স্টেডিয়াম থেকে বেরোনোর সময় ঝামেলায় জড়ান তারা৷ পরিস্থিতি সামলাতে ফের ঘোড়ায় সওয়ার হয়ে লাঠি হাতে মাঠে নামে পুলিশ৷ ম্যাচ কমিশনার বিকাশ মুখোপাধ্যায় বলেন, মাঠে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ছিল না৷ গত মরশুমে কলকাতা লিগের ম্যাচে এই মাঠেই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে মাঠে নেমেছিল বাগান৷ রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছিল সেবার৷ এদিন ফের বাগান মাঠে সেই উত্তাপের আঁচই লাগল৷

The post ছোটদের ডার্বি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মোহনবাগান মাঠ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement