shono
Advertisement

Breaking News

নবরাত্রির সময় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, দিল্লি পুরসভার নয়া ফরমানে বিতর্ক

একই ফরমান জারি হয়েছে উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও।
Posted: 09:12 AM Apr 06, 2022Updated: 09:21 AM Apr 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ, হরিয়ানার পরে এবার দিল্লি (Delhi)। বিজেপি (BJP) শাসিত দক্ষিণ ও পূর্ব পুরসভা অঞ্চলে নবরাত্রির (Navaratri) সময় সমস্ত মাংসের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হল। আগামী ১১ এপ্রিল নবরাত্রি শেষ না হওয়া পর্যন্ত ওই দোকানগুলি বন্ধ রাখার ফরমান জারি হয়েছে।

Advertisement

দক্ষিণ দিল্লি পুরসভার মেয়র মুকেশ সুরিয়ান এপ্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ”নবরাত্রির সময় দিল্লির ৯৯ শতাংশ বাড়িতেই পেঁয়াজ, রসুন দিয়ে রান্না হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দক্ষিণ দিল্লি পুরসভা অঞ্চলে সমস্ত দোকান কাল থেকে বন্ধ থাকবে। নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানার মুখে পড়তে হবে।”

[আরও পড়ুন: কেকেআরের নতুন ভিডিওতে চমক, নয়া অবতারে আবির্ভাব শ্রেয়স-রাসেলদের]

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই সময়ে খোলা দোকানে কিংবা মন্দিরের কাছে ঝুলন্ত মাংস বিক্রি হতে দেখলে অস্বস্তি হতে পারে। এর ফলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে। এপ্রসঙ্গে যে চিঠি তিনি লিখেছেন, সেখানে তাঁকে দাবি করতে দেখা গিয়েছে, নবরাত্রির সময় মন্দিরে প্রার্থনা করতে যাওয়ার সময় মাংস রান্নার গন্ধও সহ্য করতে হয় ভক্তদের। পাশাপাশি অনেক মাংসের দোকানের পাশে খোলা জায়গাতেই নোংরা ফেলা হয়। সেই মাংস টানাটানি করতে দেখা যায় রাস্তার কুকুরদের। সব দিক বিবেচনা করেই তাই মাংসের দোকান বন্ধের এই সিদ্ধান্ত বলে দাবি তাঁর।

এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধীরা। শিব সেনা (Shiv Sena) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদি প্রশ্ন তুলেছেন, এভাবে ধর্মের দোহাই দিয়ে কি এমন সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন? এদিকে দিল্লির আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও একই পদক্ষেপ করা হয়েছে। তবে পরে সেই নির্দেশিকা বদলানো হয়েছে। তাতে বলা হয়েছে, কোনও ধর্মীয় স্থানের ৫০ মিটার ব্য়াসার্ধের মধ্য়ে থাকা দোকান বন্ধ রাখতে হবে। পাশাপাশি এও বলা হয়েছে, যাতে কোনও দোকানেই মাংস দৃশ্যমান না হয়।

[আরও পড়ুন: তিন মাসের মধ্যে ভোট সম্ভব নয়, নির্বাচন কমিশনের ঘোষণায় নয়া মোড় পাক রাজনীতিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement