shono
Advertisement

এবার মেট্রো রেলের কামরায় ও প্ল্যাটফর্মে থাকবে শৌচালয়

এ বার মেট্রো যাত্রীদের দুর্ভোগ কমাতে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন৷ বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে মেট্রোর কামরা ও প্ল্যাটফর্মে শৌচালয়ের বন্দোবস্ত করতে বলেছে কমিশন৷ The post এবার মেট্রো রেলের কামরায় ও প্ল্যাটফর্মে থাকবে শৌচালয় appeared first on Sangbad Pratidin.
Posted: 11:28 PM Jun 10, 2016Updated: 05:58 PM Jun 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বার মেট্রো যাত্রীদের দুর্ভোগ কমাতে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন৷ বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে মেট্রোর কামরা ও প্ল্যাটফর্মে শৌচালয়ের বন্দোবস্ত করতে বলেছে কমিশন৷
সম্প্রতি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো নির্দেশে কমিশন বলেছে, মেট্রোর কামরা ও প্ল্যাটফর্মে শৌচালয় না রাখার ব্যাপারে রেলের বক্তব্য যুক্তিগ্রাহ্য নয়৷ কলকাতা মেট্রোর ক্ষেত্রে ৪৯ মিনিটে প্রায় সাড়ে ২৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় বিশেষ করে প্রবীণ, মহিলা, শিশু বা অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হতেই পারে৷ তাই সব মেট্রো কামরা ও প্ল্যাটফর্মে শৌচালয় রাখার বিষয়টি সহানুভূতিশীল ভাবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন৷ বৃহস্পতিবার রেলমন্ত্রী সুরেশ প্রভু কলকাতায় একটি অনুষ্ঠানে এসে জানান, মেট্রোয় শৌচালয় রাখার বিষয়টি তাঁদের বিবেচনাধীন৷
এর পরই মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দেশের প্রতিটি মেট্রো স্টেশন এবং মেট্রো রেলে শৌচালয় তৈরির করার নির্দেশ দেওয়া হয়৷ মূলত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এমন নির্দেশ দিল কমিশন৷ আগামী চার সপ্তাহের মধ্যে এই নির্দেশ মেনে কাজ শুরু করার কথাও জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে৷ দিল্লি মেট্রোর মতো কলকাতাতেও এই নিয়ম মেনে কাজ হবে৷ অর্থাৎ খুব শীঘ্রই মেট্রোতে এই পরিষেবা পাওয়া যাবে, এমনটাই মনে করছেন যাত্রীরা৷

Advertisement

The post এবার মেট্রো রেলের কামরায় ও প্ল্যাটফর্মে থাকবে শৌচালয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement