সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবারও লখিমপুর কাণ্ডে (Lakhimpur Kheri Incident) উত্তাল হয়েছে সংসদ। ফের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর (Union Minister Ajay Mishra) পদত্যাগের দাবি করেছেন রাহুল গান্ধী-সহ (Rahul Gandhi) বিরোধীরা। এবার বিরোধীদের চাপের মুখেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দিল বিজেপি। সূত্রের খবর, বিজেপি নেতাদের অনেকেরই বক্তব্য, ছেলের অপরাধে বাবার শাস্তি হতে পারে না।
উত্তরপ্রদেশ পুলিশ গঠিত সিটের রিপোর্টের পর থেকে চাপে রয়েছে বিজেপি। যেখানে বলা হয়েছে লখিমপুরের ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। এরপর আদালত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র-সহ ১৩ জনের বিরুদ্ধে ‘খুনের চেষ্টা’র মামলা রুজু করার অনুমতি দিয়েছে। অন্যদিকে সংসদে লখিমপুর কাণ্ডে লাগাতার প্রবল চাপ তৈরি করেছে কংগ্রেস-তৃণমূল-সহ বিরোধীরা। সূত্রের খবর, এর পরেও গেরুয়া শিবিরের প্রবীন নেতারা অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার পক্ষপাতি না। তবে গতকাল লখিমপুর খেরিতে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করেছেন, তা ঠিক হয়নি বলেই মনে করছে দল।
[আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ‘খুনের চেষ্টা’র ধারা যোগের অনুমতি আদালতের, অস্বস্তিতে BJP]
প্রসঙ্গত, গতকাল লখিমপুর কাণ্ডে জেলবন্দি ছেলেকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের উপর খড়গহস্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। একটি ভিডিওতে দেখা গিয়েছে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে সংবাদ মাধ্যমের লোকেদের মাইক কেড়ে নিচ্ছেন তিনি। এমনকী এক সাংবাদিককে ‘চোর’ বলেও গালিগালাজ করেন। গোটা ঘটনায় সংবাদ মাধ্যমকে নিগ্রহের অভিযোগ উঠেছে অজয় মিশ্রর বিরুদ্ধে।
[আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে জেলবন্দি ছেলেকে নিয়ে প্রশ্ন, মেজাজ হারিয়ে সাংবাদিককে গালিগালাজ কেন্দ্রীয় মন্ত্রীর]
উল্লেখ্য, বুধবারের পর বৃহস্পতিবারও সংসদে লখিমপুর কাণ্ডে সরব হন বিরোধীরা। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে সরাসরি “এ ক্রিমিনাল (একজন অপরাধী)” বলেন রাহুল গান্ধী। গতকালই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে পদ থেকে সরানোর দাবিতে লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা করেছিলেন তিনি। এদিন লখিমপুর কাণ্ড নিয়ে প্রশ্ন তুলে সংসদের চূড়ান্ত হই-হট্টোগেল শুরু করেন বিরোধীরা। উত্তাল সংসদে রাহুল বলেন, “কেন্দ্রীয় মন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। উনি একজন অপরাধী।”