shono
Advertisement

কিশোরীকে গণধর্ষণের পর হাত-পা বেঁধে কুয়োতে ফেলল দুষ্কৃতীরা, বর্বরতা যোগীরাজ্যে

গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে।
Posted: 04:20 PM Dec 31, 2022Updated: 04:20 PM Dec 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বর্বর নির্যাতনের ঘটনা যোগীরাজ্যে! কিশোরীকে ধর্ষণের পর হাতা-পা বেঁধে কুয়োতে ফেলে দিল দুষ্কৃতীরা। গোঙানির শব্দ পেয়ে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃতীয় অভিযুক্তের খোঁজা তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

শনিবার উত্তরপ্রদেশের মউ এলাকার ঘোসি থানার পুলিশ জানিয়েছে, অপরাধ ঘটে শুক্রবার। নির্যাতিতা নাবালিকার বাবার বয়ান অনুযায়ী, বাড়ির বাইরে আবর্জনা ফেলতে গিয়েছিল কিশোরী। সেই সময়েই তাকে ধর্ষণ করে অভিযুক্তরা। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় চিন্তায় পড়েন পরিবারের লোকেরা। আশপাশে খোঁজ করেও খবর মেলেনি কিশোরীর। শেষ পর্যন্ত কিশোরীর বাড়ি থেকে ২০০ মিটার দূরে ক্ষেতের মধ্যে একটি শুকনো কুয়ো থেকে উদ্ধার করা হয় কিশোরীকে।

[আরও পড়ুন: বাংলা ভাষা-সংস্কৃতি নিয়ে আগ্রহ ছিল পেলের! খেয়েছেন বাঙালি খাবারও]

জানা গিয়েছে, ক্ষেতে কাজ করা শ্রমিকরা কুয়োর ভিতর থেকে আসা কিশোরীর গোঙানির শব্দ শুনতে পান। তাঁরা দেখেন, হাত-পা বাঁধা নগ্ন কিশোরী পড়ে রয়েছে কুয়োর ভিতরে। তার মুখে কাপড় গোঁজা। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে। পরে পরিবার থানায় অভিযোগ জানায়। তার ভিত্তিতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃতীয় অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তিন জনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

[আরও পড়ুন: ফের কংগ্রেসে ফিরছেন! জল্পনার মধ্যেই মুখ খুললেন গুলাম নবি আজাদ]

গোটা দেশে নাবালিকাদের ধর্ষণ নিত্য ঘটছে। দু’দিন আগে দিল্লিতে (Delhi) চার বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ করে এক যুবক। পরদিন ভোরে এলাকারই একটি নির্জন পার্ক থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের কাছে এই ঘটনার যাবতীয় তথ্য চেয়েছে দিল্লির মহিলা কমিশন। সংস্থার প্রধান স্বাতী মালিওয়াল জানিয়েছেন, হাসপাতালে শিশুটির অস্ত্রোপচার করতে হচ্ছে। তার পরিবারের পাশে রয়েছে দিল্লি মহিলা কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement