shono
Advertisement

Breaking News

গর্ভনিরোধক যন্ত্র হাতে জন্মাল শিশু!

রাখে হরি মারে কে!!! The post গর্ভনিরোধক যন্ত্র হাতে জন্মাল শিশু! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:42 PM May 11, 2017Updated: 05:00 PM Apr 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা চাননি শিশু পৃথিবীতে আসুক৷ তাই সাবধানতা অবলম্বন করেছিলেন যথেষ্ট৷ কিন্তু শেষ রক্ষে হল না৷ মা-কে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়েই পৃথিবীর আলো দেখল ডেক্সটার টাইলার৷ মা-র পেট থেকে বেরনোর সময় তার হাতে ছিল জন্মনিয়ন্ত্রণকারী যন্ত্র! আর আশ্চর্যজনকভাবে তাকে পৃথিবীতে না আনতে ঠিক এটিই ব্যবহার করেছিলেন মা লুসি হেলেইন!

Advertisement

[ওড়িশার নন্দনকানন দাপিয়ে বেড়াচ্ছে এই  খুদে ‘বাহুবলী’]

এটা হতেই পারত কোনও থ্রিলার মুভির অংশ৷ মাল্টিপ্লেক্সে পপকর্ন চিবোতে চিবোতে মুখ হয়ে যেত হাঁ৷ কর্ম ও কর্মফলঘটিত নিয়তিবাদী ক্লাইম্যাক্সে ছানাবড়া হত চোখ৷ সেরকমই খবর বই কী! তবে চিত্রনাট্য নয়৷ ঘোর বাস্তব৷ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটেছে ঘটনাটি৷

ইতিমধ্যেই দুই সন্তানের মা লুসি৷ তাই আপাতত নতুন করে গর্ভধারণ করতে চাননি তিনি৷ ২০১৬-এর আগস্টে গর্ভনিয়ন্ত্রণে সাহায্য নিয়েছিলেন ইন্ট্রা ইউটেরাস ডিভাইসের(আইইউডি)৷ ইংরেজি ‘টি’ আকৃতিবিশিষ্ট ছোট্ট এই যন্ত্র জরায়ুতে স্থাপন করে গর্ভরোধ করা যায়৷ তবে ‘ঈশ্বরের মার দুনিয়ার বার’৷ ডিসেম্বরেই লুসি আবিষ্কার করেন, তিনি ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা৷ সে ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন৷ আর এ বছরের ২৭ এপ্রিল ভূমিষ্ঠ হয় ছোট্ট ডেক্সটার৷ আশ্চর্যরকমভাবে তার হাতের কড়ে আঙুলে লেগে ছিল আইইউডি-টি!

[উন্নত ভারতের জন্য উপযুক্ত যোগ, আর পাকিস্তানের জন্য যুদ্ধ: রামদেব]

লুসির অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন নার্স লরা গ্যাসেমেনিয়া৷ তিনি জানান, আইইউডি প্রয়োগে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য শতাংশ৷ তাই লুসির বিষয়টি ‘মিরাকল’-এর মতো লাগে তাঁর৷ বিষয়টিকে আরও সাংকেতিক করে তোলার জন্য ছোট্ট ডেক্সটারের কড়ে আঙুল থেকে বের করে আইইউডি-টি ভাল করে তার হাতে গুঁজে দেন৷ আইইউডি হাতে ডেক্সটারের ছবি তোলান লুসিকে দিয়ে৷ ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউণ্টে পোস্ট করেছেন লুসি৷ তবে এখন ছোট্ট ডেক্সটারকে পেয়ে যারপরনাই খুশি লুসি৷ ভাইকে পেয়ে আপ্লুত খু্দে ডেভ এবং ফায়-ও৷

[রাজস্থানে ভেঙে পড়ল বিয়েবাড়ি, ৪ শিশু-সহ মৃত অন্তত ২৫]

The post গর্ভনিরোধক যন্ত্র হাতে জন্মাল শিশু! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement