shono
Advertisement

রাজ্যসভার নিশ্চিত আসনে প্রার্থী হতে বঙ্গ বিজেপিতে দ্বন্দ্ব! স্বপনকে আটকাতে মরিয়া মিঠুন

মিঠুনের পাশে শুভেন্দু।
Posted: 11:35 AM Jun 29, 2023Updated: 11:35 AM Jun 29, 2023

স্টাফ রিপোর্টার: বাংলা থেকে রাজ‌্যসভার একটি নিশ্চিত আসনে প্রার্থী হওয়ার জন‌্য বঙ্গ বিজেপিতে (BJP) প্রতিযোগিতা শুরু। চলছে গোষ্ঠী কোন্দল। বঙ্গ বিজেপিতে এখন তিনটি গোষ্ঠী। একটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, একটি রা‌জ‌্য সভাপতি সুকান্ত মজুমদারের এবং তৃতীয়টি প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষের। শুভেন্দুর গোষ্ঠীতে রয়েছেন মূলত দলবদলুরা। সুকান্তর গোষ্ঠীতে আছেন সংঘপন্থী নব‌্য বিজেপিরা। আপাতত দলে কোণঠাসা আদি বিজেপিরা রয়েছেন দিলীপের গোষ্ঠীতে। রাজ‌্যসভার নিশ্চিত আসনটির জন‌্য রাজ‌্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব ফের তীব্র। এই আসনটির অন‌্যতম দাবিদার সুবক্তা, শিক্ষাবিদ ও প্রাক্তন সাংবাদিক স্বপন দাশগুপ্ত। কিন্তু তাঁকে আটকাতে মাঠে নেমেছেন দলবদলু অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর মিঠুনের হয়ে বিভিন্ন মহলে তদ্বির করছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisement

প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ বলে বিজেপি মহলে পরিচিত। তিনি বিশিষ্ট ব‌্যক্তি হিসেবে রাজ‌্যসভায় মনোনীত হয়েছিলেন। গত বিধানসভা ভোটে সাংসদ পদে ইস্তফা দিয়ে তারকেশ্বর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু ভোটে তৃণমূলের কাছে পরাজিত হন। বঙ্গ বিজেপিতে ভদ্র ব‌্যবহারের জন‌্যও তাঁর সুনাম রয়েছে। শিক্ষাবিদ, সাংবাদিক স্বপন দাশগুপ্তকে নিশ্চিত আসনটির প্রার্থী পদে আটকানোর জন‌্য মরিয়া হয়ে মাঠে নেমেছেন বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলের হয়ে একবার রাজ‌্যসভায় নির্বাচিত হয়েছিলেন মিঠুন। স্বভাবতই, প্রাক্তন সাংসদ হিসাবে তাঁর বায়োডাটা নিয়ে নানা মহলে যোগাযোগ করছেন বলিউডের এই অভিনেতা। ইতিমধ্যে তাঁর হয়ে দিল্লিতে কথা বলেও এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

[আরও পড়ুন: উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা, ভারী বৃষ্টি চলবে দক্ষিণের ছয় জেলাতেও, কবে বদলাবে আবহাওয়া?]

বিজেপির অন্দরমহলের খবর, স্বপন দাশগুপ্তকে আটকাতে মিঠুনের পাশাপাশি বিরোধী দলনেতাও বিজেপির শীর্ষ মহলে তদ্বির করছেন। আসলে টিভি ক‌্যামেরার সামনে মিঠুন যতই হাঁকডাক করুন না কেন, তিনি নিশ্চিত জানেন, বাংলায় এখুনি বিজেপির ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই। আর তাঁর মনোবাসনা যতই থাকুক না কেন, এ জীবনে বিজেপিও তাঁকে মুখ‌্যমন্ত্রী করতে পারবে না। তাই দল বদলে বিজেপিতে এসে অন্তত একটা রাজ‌্যসভার আসন চেয়ে মরিয়া হয়ে বিভিন্ন মহলে লবি শুরু করেছেন মহাগুরু মিঠুন।

প্রার্থী হতে বিজেপি হাইকমান্ডের কাছে আবার তদ্বির শুরু করেছেন বোলপুর বিধানসভা কেন্দ্রে একুশের ভোটে প্রার্থী হয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহর কাছে পরাজিত শিক্ষাবিদ অনির্বাণ গঙ্গোপাধ‌্যায়। গেরুয়া শিবিরে তাত্ত্বিক নেতা হিসাবেই তিনি যেমন পরিচিত, তেমনই সংঘ পরিবারের ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের সঙ্গেও তাঁর যথেষ্ট যোগাযোগ রয়েছে। যদিও বঙ্গ বিজেপির আদি কর্মীদের একটা বড় অংশ চাইছেন সুবক্তা ও প্রাক্তন বিধায়ক এবং মুখপাত্র শমীক ভট্টাচার্যকে এবার রাজ‌্যসভায় সুযোগ দেওয়া হোক। শমীকও দলের দীর্ঘদিনের নেতা। কিন্তু নিজের কথা কোনও মহলে বলতে অত‌্যন্ত লাজুক স্বভাবের। তবে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের শিবিরও শমীককে সমর্থন করছে।

[আরও পড়ুন: আদানি গোষ্ঠীর সঙ্গে ৩০ বছরের চুক্তি হলদিয়া বন্দর কর্তৃপক্ষের, বাড়বে পণ্য পরিবহণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement