shono
Advertisement
Nashik

ডিজের তালে নাচতে নাচতে মৃত্যু যুবকের! আম্বেদকর জয়ন্তীতে দুর্ঘটনা নাসিকে

আচমকা নাক, মুখ দিয়ে রক্ত বার হতে থাকে যুবকের।
Published By: Kishore GhoshPosted: 09:06 PM Apr 14, 2025Updated: 09:06 PM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মানছে না হার্ট অ্যাটাক! ফের নাচতে নাচতে মৃত্যু হল এক যুবকের! নাসিকে আম্বেদকর জয়ন্তীর অনুষ্ঠানে তারস্বরে গান বাজাছিল ডিজে। সেই তালে নাচতে গিয়েই বিপত্তি হল। আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৩ বছরের যুবক। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাসিকের ফুলেনগরে রবিবার রাত থেকেই শুরু হয় বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন। যদিও ১৪ এপ্রিল, সোমবার আম্বেদকরের জন্মদিন। সেই উপলক্ষেই ফুলেনগরে গান চালিয়ে নাচনাচি শুরু হয়েছিল। ডিজের গানের তালে নাচ করছিলেন ২৩ বছরের যুবক নিতিন ফকিরা রানেসিংহে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছু ক্ষণ পরেই তাঁর নাক, মুখ দিয়ে রক্ত বার হতে থাকে। দ্রুত হাসপাতালে নিয়েও যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।

খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় পঞ্চবতী থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তীব্রস্বরে গান বাজছিল। তাতেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে নিতিনের । তবে পুলিশ তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাসিকের ফুলেনগরে রবিবার রাত থেকেই শুরু হয় বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন।
  • খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement