shono
Advertisement

অামাজনের গুদাম থেকে গায়েব ১০লক্ষ টাকার মোবাইল!

সংস্থার দাবি, চুরি করেছে কর্মীরাই৷ The post অামাজনের গুদাম থেকে গায়েব ১০লক্ষ টাকার মোবাইল! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:58 PM Jun 01, 2016Updated: 06:34 PM Jun 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে কেনাকাটা করে অনেকেই ঠকেছেন৷ মোবাইল ফোনের বদলে এসে পৌঁছেছে ইট-পাটকেল৷ তাতে মাঝ রাস্তায় পার্সেল থেকে জিনিস চুরি হওয়ার অভিযোগও তুলেছেন অনেকে৷ কিন্তু খোদ আমাজনের ঘরেই যে চুরি হবে কে জানত৷ এবার তাদের গুদাম থেকেই চুরি গেল দশ লক্ষেরও বেশি টাকার মোবাইল সেট৷ সংস্থার দাবি, চুরি করেছে কর্মীরাই৷

Advertisement

চুক্তি ভিত্তিতে বহু কর্মচারী নিয়োগ করে আমাজন৷ তারা যেহেতু সংস্থার পাকাপাকি কর্মচারী নয়, তাই একটা সময় পেরিয়ে তাদের জবাবদিহিরও কোনও দায় থাকে না৷ এই পরিসরটাই কাজে লাগিয়েছিলেন কর্মীরা৷ চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে কিছুদিন আগে থেকেই হাতসাফাইয়ের কাজ শুরু করত তারা৷ রীতিমতো ব়্যাকেট বানিয়ে ফেলেছিল তারা৷ বেশ কিছুদিন চোখে চোখে রাখার পর অবশেষে চোর ধরতে সমর্থ হন সংস্থার শীর্ষ কর্তারা৷ এক কর্মীকে হাতেনাতে পাকড়াও করা হয়৷ সাড়ে সাত হাজার টাকা দামি একটি মোবাইল সেট চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি৷ আকাশ সপত নামে এই কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে সংস্থার তরফে৷

তবে শুধু একজনের বিরুদ্ধে নয়, থানে থানায় আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে সংস্থা৷ অভিযোগ অনুযায়ী, মোট ১৭টি মোবাইল চুরির অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে৷ এখনও পর্যন্ত দশ লক্ষরও বেশি টাকার মোবাইল গুদাম থেকে গায়েব হয়েছে বলে দাবি সংস্থার৷

The post অামাজনের গুদাম থেকে গায়েব ১০লক্ষ টাকার মোবাইল! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement