shono
Advertisement

উত্তরপ্রদেশ নির্বাচনে সেনাপতি মোদিই

ডিসেম্বর পর্যন্ত প্রতি ১৫ দিন অন্তর রাজ্যের বিভিন্ন প্রান্তে মোদি জনসভা করবেন৷ The post উত্তরপ্রদেশ নির্বাচনে সেনাপতি মোদিই appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Oct 20, 2016Updated: 10:44 AM Oct 20, 2016

নন্দিতা রায়, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের কামান নিজেই সামলাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নির্বাচনের প্রস্তুতি পর্বে ডিসেম্বর পর্যন্ত প্রতি ১৫ দিন অন্তর রাজ্যের বিভিন্ন প্রান্তে মোদি জনসভা করবেন বলে জানা গিয়েছে৷ এই জনসভা শুরু হতে চলেছে আগামী সোমবার থেকে৷ ওইদিন মোদি তাঁর প্রথম জনসভাটি করবেন বুন্দেলখণ্ড অঞ্চলের মাহোবাতে৷ সেখান থেকেই তিনি নিজের লোকসভা কেন্দ্র বারাণসীও যাবেন৷

Advertisement

নির্বাচনের প্রস্তুতি পর্বে মোদির জনসভা করার এই কৌশল অবশ্য নতুন নয়৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচন ও গত বছর বিহার বিধানসভা নির্বাচনের আগেও মোদি একইভাবে লাগাতার জনসভা করেছিলেন৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না৷ রাজ্যের আঞ্চলিক দলগুলি এবং বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেসও অনেক আগে থেকেই উত্তরপ্রদেশে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে৷ মোদির আগেই নির্বাচনের প্রস্তুতি সারতে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী প্রায় একমাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভা করেছেন৷ রাহুলের পাল্টা তো বটেই, এমনকী, দলের তারকা প্রচারক হিসেবে তাই বিজেপি মোদিকেই সামনে রাখতে চলেছে বলে সূত্রের খবর৷

উত্তরপ্রদেশে মোদি অবশ্য চলতি বছরের মে মাস থেকেই জনসভা করা শুরু করেছেন৷ সাহারানপুর বালিয়া, গোরক্ষপুর, এলাহাবাদে জনসভা করেছেন প্রধানমন্ত্রী৷ তার পাল্টা হিসেবে বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতীও এই জায়গাগুলিতে বা তার কাছেই ইতিমধ্যে পাঁচটি বড় মাপের জনসভা করে ফেলেছেন৷ তবে নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরে রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টি এখনও পর্যন্ত কোনও বড়মাপের জনসভা করে উঠতে পারেনি৷ নির্বাচনের প্রস্তুতি পর্বে মোদিকে দিয়ে জনসভা তো থাকছেই, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরও প্রধানমন্ত্রীকে দিয়ে এক ডজনের বেশি জনসভা করানোর পরিকল্পনাও রাজ্য বিজেপির রয়েছে বলেও সূত্রের খবর৷

১৬ নভেম্বর থেকেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে৷ চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত৷ অন্য বছরের তুলনায় এবার এক সপ্তাহ আগেই সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়ে যাবে৷ তারপর থেকেই বিজেপির উত্তরপ্রদেশের নেতারা তো বটেই, সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীরাও রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারের কাজে ঝাঁপাবেন বলে শোনা যাচ্ছে৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অবশ্য অনেক আগে থেকেই উত্তরপ্রদেশে ঘাঁটি গেড়েছেন৷ গত লোকসভা নির্বাচনেও তিনি একইভাবে সেখানে ঘাঁটি গেড়ে থেকে রাজ্যের সিংহভাগ লোকসভা আসন বিজেপির ঝুলিতে নিয়ে আসতে সফল হয়েছিলেন৷

৪০৪ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচনে নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসতে গেলে যে কোনও দলকেই দুশোর বেশি আসন পেতে হবে৷ বর্তমানে যা পরিস্থিতি তাতে বিজেপির দুশো আসনে পৌঁছনো সহজ নয় বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল৷ প্রকাশ্যে না হলেও আড়ালে বিজেপির অনেক নেতাই সেকথা স্বীকারও করছেন৷ কিন্তু তার জন্য আগে থেকেই হাল ছাড়তে নারাজ তাঁরা৷ আর সে কারণেই প্রধানমন্ত্রী মোদিকে সামনে রেখে নির্বাচন লড়ার পরিকল্পনা করেছে বিজেপি৷ আর সেই মতোই তারা এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারও নাম ঘোষণা করেনি৷ আগামী দিনেও করা হবে না বলেই জানা গিয়েছে৷

The post উত্তরপ্রদেশ নির্বাচনে সেনাপতি মোদিই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement