shono
Advertisement

মোদি ক্ষমতায় ফিরলেও ২০১৯ লোকসভার তুলনায় কমবে আসন? প্রকাশ্যে সমীক্ষার রিপোর্ট

মোদি বলেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একাই পাবে ৩৭০ আসন। আর এনডিএ জোট পেরিয়ে যাবে চারশোর গণ্ডি। কিন্তু মুড অফ দ্য নেশনের সমীক্ষা বলছে অন্য কথা।
Posted: 10:22 AM Feb 09, 2024Updated: 11:03 AM Feb 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আব কি বার ৪০০ পার’। লোকসভায় দাঁড়িয়ে এমন হুঙ্কারই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আত্মবিশ্বাসী সুরে বলে দিয়েছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একাই পাবে ৩৭০ আসন। আর এনডিএ জোট পেরিয়ে যাবে চারশোর গণ্ডি। কিন্তু মুড অফ দ্য নেশনের সমীক্ষা বলছে অন্য কথা। মোদি ৩.০ জমানা শুরু যে সময়ের অপেক্ষা, তা এই সমীক্ষাতেও স্পষ্ট। তবে ২০১৯-এর তুলনায় এনডিএ-র আসন সংখ্যা কমতে চলেছে বলেই দাবি করা হচ্ছে এই সমীক্ষায়।

Advertisement

মুড অফ দ্য নেশনের সমীক্ষা বলছে, তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে যে মোদিই বসবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আসন্ন নির্বাচনে বিজেপি তিনশো পার করলেও এনডিএ জোট চারশোর ধারেকাছেও পৌঁছতে পারবে না। রিপোর্ট বলছে, এবার ৩৩৫টি আসন পাবে এনডিএ। অর্থাৎ এবারও ম্যাজিক ফিগার ২৭২টি আসন অনায়াসে টপকে যাবে তারা। তবে ২০১৯-এর থেকে এবার ১৮টি আসন কম পাবে এনডিএ। সেবার ৩৫৩ আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছিল মোদি সরকার। আর বিজেপি এবার একা পাবে ৩০৪টি আসন। গত নির্বাচনের ফলের চেয়ে একটি আসন বেশি।

[আরও পড়ুন: ফেসবুক লাইভে উদ্ধব শিবিরের নেতাকে গুলি করে খুন, আত্মঘাতী হামলাকারীও]

অন্যদিকে ইন্ডিয়া জোটের দখলে আসতে পারে ১৬৬ আসন। যার মধ্যে শুধু কংগ্রেসই পাবে ৭১-টি। অন্যান্য দলের দখলে যেতে পারে ৪২টি আসন। ফলে মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করলেও বিজেপিকে যে ক্ষমতাচ্যতু করা সম্ভব হবে না, সে ইঙ্গিতই দিচ্ছে এই সমীক্ষার রিপোর্ট।

মুড অফ দ্য নেশনের এই সমীক্ষা গত ১৫ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারির মধ্যে করা হয়েছে। ৩৫,৮০১ জনের উপর হয় এই সমীক্ষা। যার ফল প্রকাশ পেল ফেব্রুয়ারিতে। সমীক্ষার আয়োজকদের তরফে দাবি করা হয়েছে, এই মুহূর্তে নির্বাচন হলে ফলাফল এধরনের হওয়ার সম্ভাবনা তৈরি হত। তবে পুরোটাই সম্ভাবনা। বাস্তবে ফল একেবারেই অন্যরকম হতে পারে। কিন্তু গত সপ্তাহে বাজেট অধিবেশন থেকে শুরু করে রাষ্ট্রপতির জবাবি ভাষণে, প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গিয়েছে, তাতে তাঁরা বুঝিয়ে দিয়ে চেয়েছেন, আরও একবার ফিরছে মোদি সরকার-ই।

[আরও পড়ুন: জেলে থাকলেও লড়াইয়ে এগিয়ে ইমরানের দল! পাকিস্তানের মসনদে কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement