জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রেমালের জের। সকাল সকাল পটল ক্ষেতে ফুল ছোঁয়াতে গিয়েই তড়িদাহত হয়ে মৃত্যু বৃদ্ধের। দেখতে পেয়ে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরও একজনের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া বনগাঁ থানার শিমুলিয়া এলাকায়।
রবিবার রাতে আছড়ে পড়েছিল রেমাল (Remal)। যার জেরে সোমবার দিনভর বৃষ্টিতে ভেসেছে গোটা বাংলা। তবে বিকেলের দিকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে রোজকার মতো মঙ্গলবার সকালে নিজের পটল খেতে বনগাঁর শিমুলিয়ার বাসিন্দা বছর ৬৩-র অনিল পাল। তিনি বুঝতেও পারেননি কী বিপদ অপেক্ষা করছে। বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল পটলের ক্ষেতে। ওই বৃদ্ধ পটলে ফুল ছোঁয়ানো মাত্রই বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। ওই সময় রাস্তা দিয়ে চাষের কাজে যাচ্ছিলেন প্রতিবেশী আরও এক কৃষক। লুটিয়ে পড়া বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হন তিনিও।
[আরও পড়ুন: রাতের অন্ধকারে বুনো শিয়ালের হামলা মুর্শিদাবাদের হাসপাতালে! জখম ১০]
এর পর স্থানীয়রা কোনওরকমে তাদেরকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়। উল্লেখ্য, রেমালের তাণ্ডবে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ৮। অধিকাংশ ক্ষেত্রেই তড়িদাহত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।