shono
Advertisement

মাতৃহারা হলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, শোকপ্রকাশ রাজ্যপালের

কিছুদিন আগেই ভাইকে হারিয়েছেন আলাপনবাবু।
Posted: 07:05 PM Jun 19, 2021Updated: 07:58 PM Jun 19, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইয়ের পর এবার মাকে হারালেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার ৮২ বছর বয়সে প্রয়াত হন তৃপ্তি বন্দ্যোপাধ্যায়। তিনি আলাপনবাবুর মা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ি তৃপ্তিদেবী বেশ কিছুদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 

Advertisement

সময়টা মোটের উপরে একেবারেই ভাল যাচ্ছে না আলাপনবাবুর (Alapan Bandyopadhyay)। কিছুদিন আগে নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। নিজে সুস্থ হয়ে কাজ যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই হারিয়েছেন নিজের ভাই তথা প্রখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। তিনিও করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন। ভাইকে হারানোর পরও তাঁর উপর দিয়ে বড়সড় ধকল গিয়েছে। কেন্দ্র ও রাজ্যের জাঁতাকলে পড়ে রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই বিতর্কের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মাতৃহারা হতে হল আলাপনবাবুকে।

[আরও পড়ুন: জনসেবায় প্রতিযোগিতা? ‘রেড ভলান্টিয়ার্স’-এর পালটা তৃণমূলের ‘নীল ওয়ারিয়রস’]

এদিন, আলাপনবাবুর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar)। টুইটে রাজ্যপাল লেখেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মা তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ির প্রয়াণে আমি শোকাহত। ঈশ্বরের কাছে ওঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার, বন্ধু এবং আত্মীয়দের প্রতি আমার সমবেদনা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement