shono
Advertisement

অবশ অঙ্গে সাড় ফেরাতে রোগিণীর সঙ্গে সঙ্গম ডাক্তারের

রেগিণীকে বুঝিয়ে টানা ছয় মাস ধরে চলে এই কাজকর্ম... The post অবশ অঙ্গে সাড় ফেরাতে রোগিণীর সঙ্গে সঙ্গম ডাক্তারের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:55 AM Apr 25, 2017Updated: 07:30 AM Apr 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ এক স্নায়ুরোগে শরীরের বিশেষ কিছু অঙ্গে সাড় পাচ্ছিলেন না এক মাঝবয়সী মহিলা৷ বিশেষত পা-সহ শরীরের নিম্নাংশেই হচ্ছিল সমস্যা৷ তা দূর করতে অদ্ভুত দাওয়াই চিকিৎসকের৷ রোগিণীকে সারিয়ে তুলতে প্রায় ছয় মাস তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেন ওই চিকিৎসক৷

Advertisement

‘পাঁচ নকশালকে খতম করেছে আমার ছেলে, ওর জন্য গর্বিত’ ]

ঘটনা দক্ষিণ লন্ডনের৷ অভিযুক্ত চিকিৎসক রোগিণীকে বোঝান যে, সঙ্গম সত্যিই কার্যকরী৷ নিয়মিত তা করলেই স্নায়ু চনমনে হবে৷

এবং সাড় ফিরে আসবে শরীরে৷ বিশেষত গোপনাঙ্গে৷ নিজের কথার বিশ্বাসযোগ্যতা বাড়াতে তিনি বলেন, তিনি একজন ডাক্তার৷ সব জেনেবুঝেই তিনি সঙ্গমের পরামর্শ দিচ্ছে, রোগিণী যেন তাঁকে বিশ্বাস করেন৷ ডাক্তারের এহেন অভয়বাণী শুনে রোগিণীও বিশ্বাস করেন৷ ভেবেছিলেন সঙ্গমেই আবার শরীরের পুরনো অবস্থা ফিরে পাবেন তিনি৷ এরপর শুরু হয় ডাক্তারের সঙ্গে নিয়মিত সঙ্গম প্রক্রিয়া৷ প্রায় ছয় মাস এভাবেই রোগিণীর সঙ্গে লিপ্ত থাকেন লন্ডনের ওই চিকিৎসক৷ এরপর একদিন এক নার্সকে রোগিণী সব কথা বলে ফেলেন৷ শুনে নার্স জানান, আসলে ওই রোগিণী পা দিয়েছেন ডাক্তারের যৌন ফাঁদে৷ এরপরই বেঁকে বসেন ওই মহিলা৷ প্রকাশ্যে আসে এ ঘটনা৷ জানা যাচ্ছে, ওই ডাক্তারের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল৷

[ ‘পাঁচ নকশালকে খতম করেছে আমার ছেলে, ওর জন্য গর্বিত’  ]

ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত৷ ডাক্তার অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন৷ জানিয়েছেন, ওই রোগিণীর সঙ্গে তাঁর আলাদা কোনও সম্পর্কই ছিল না৷ তাঁর পাল্টা অভিযোগ, রোগিণীই তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন৷ না পেরেই তাঁকে ফাঁসানোর চেষ্টা করে হচ্ছে দাবি চিকিৎসকের৷

The post অবশ অঙ্গে সাড় ফেরাতে রোগিণীর সঙ্গে সঙ্গম ডাক্তারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার