সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ এক স্নায়ুরোগে শরীরের বিশেষ কিছু অঙ্গে সাড় পাচ্ছিলেন না এক মাঝবয়সী মহিলা৷ বিশেষত পা-সহ শরীরের নিম্নাংশেই হচ্ছিল সমস্যা৷ তা দূর করতে অদ্ভুত দাওয়াই চিকিৎসকের৷ রোগিণীকে সারিয়ে তুলতে প্রায় ছয় মাস তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেন ওই চিকিৎসক৷
[ ‘পাঁচ নকশালকে খতম করেছে আমার ছেলে, ওর জন্য গর্বিত’ ]
ঘটনা দক্ষিণ লন্ডনের৷ অভিযুক্ত চিকিৎসক রোগিণীকে বোঝান যে, সঙ্গম সত্যিই কার্যকরী৷ নিয়মিত তা করলেই স্নায়ু চনমনে হবে৷
[ ‘পাঁচ নকশালকে খতম করেছে আমার ছেলে, ওর জন্য গর্বিত’ ]
ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত৷ ডাক্তার অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন৷ জানিয়েছেন, ওই রোগিণীর সঙ্গে তাঁর আলাদা কোনও সম্পর্কই ছিল না৷ তাঁর পাল্টা অভিযোগ, রোগিণীই তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন৷ না পেরেই তাঁকে ফাঁসানোর চেষ্টা করে হচ্ছে দাবি চিকিৎসকের৷
The post অবশ অঙ্গে সাড় ফেরাতে রোগিণীর সঙ্গে সঙ্গম ডাক্তারের appeared first on Sangbad Pratidin.
