shono
Advertisement

Breaking News

US military

ভেনেজুয়েলায় ফের ট্রাম্পের রোষের বলি ৩ ট্রলার, মৃত ৮ জনকে 'মাদকপাচারকারী' বলল আমেরিকা

মার্কিন আগ্রাসনে এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যু।
Published By: Amit Kumar DasPosted: 04:11 PM Dec 16, 2025Updated: 04:11 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় ফের মার্কিন আগ্রাসন। পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় ৩ ট্রলারে হামলা মার্কিন সেনার। এই হামলায় মৃত্যু হয়েছে ৮ জনের। চেনা অঙ্কে ফের আমেরিকার তরফে দাবি করা হয়েছে ওই ট্রলারগুলিতে মাদক বোঝাই করা ছিল। এই নিয়ে প্রশান্ত মহাসাগরের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মার্কিন সেনার হামলার শিকার হল ২০টি ট্রলার। যেখানে মৃত্যু হয়েছে অন্তত ৯০ জনের।

Advertisement

বুধবার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এই হামলার তথ্য প্রকাশ করেছে আমেরিকার সাউদার্ন কমান্ড। জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় থাকা ৩টি ট্রলারে হামলা চালিয়েছে সেনা। ট্রলারগুলি ভেনেজুয়েলা থেকে আসছিল। প্রথম ট্রলারটিতে ছিল ৩ জন, দ্বিতীয়টিতে ছিল ২ জন এবং তৃতীয়টিতে ছিল ৩ জন। নিহতরা সকলে মাদকপাচারকারী বলে আমেরিকা দাবি করলেও, এই দাবির সপক্ষে কোনও প্রমাণ পেশ করা হয়নি। এই ধরনের হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, বর্তমানে ভেনেজুয়েলার সঙ্গে সামরিক উত্তেজনা চলছে আমেরিকার। ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছেন আমেরিকা। বর্তমানে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন সেখানে মোতায়েন রয়েছে, যেখানে রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা। তিনি বলেন, “মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা।” পালটা মাদুরোকে গ্রেপ্তারের জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প সরকার। শুধু তাই নয়, ভেনেজুয়েলার উপর থেকে বিমান পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এহেন ডামাডোলের মাঝেই মাদক কারবারের অভিযোগ তুলে ভেনেজুয়েলার ট্রলারে ফের হামলা চালাল মার্কিন সেনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেনেজুয়েলায় ফের মার্কিন আগ্রাসন।
  • পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় ৩ ট্রলারে হামলা মার্কিন সেনার।
  • এই হামলায় মৃত্যু হয়েছে ৮ জনের।
Advertisement