সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র একটা ধাপ। পেরতে পারলেই ফাইনাল। কে হবে উত্তীর্ণ? গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স, নাকি পাঁচবারের আইপিএল বিজয়ী মুম্বই ইন্ডিয়ান্স? সেই ‘ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্স’-এর মঞ্চ অবশ্য আবর্তিত হচ্ছে নতুন একটা দ্বৈরথ দেখার অপেক্ষায়।
একদিকে, এক তারকা ব্যাটসম্যান, যাঁর ব্যাটিং-বিক্রমে ইতিমধ্যে সম্মোহিত গোটা ক্রিকেটবিশ্ব। যাঁর দুরন্ত ফর্মে ভর করে ফাইনালের দোরগোড়ায় হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স। তিনি, শুভমান গিল। চলতি আইপিএলে বিপক্ষ বোলারদের সাক্ষাৎ আতঙ্ক। অন্যদিকে, এক উদীয়মান বোলার। এলিমিনেটরে যাঁর তুখোড় বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ক্রুণাল পাণ্ডিয়ার লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং লাইন আপ। একা পাঁচ উইকেট নিয়ে যিনি হয়ে উঠেছেন আইপিএলের নতুন চমক। তিনি, আকাশ মাধওয়াল।
শুক্রবার শুভমান গিল বনাম আকাশ মাধওয়াল দ্বৈরথই এখন আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারের মূল ‘ইউএসপি’। দু’দলে ‘ম্যাচ উইনার’ প্রচুর। তবে সবাইকে ছাপিয়ে চর্চায় এখন দু’জনই- গিল ও মাধওয়াল।
[আরও পড়ুন: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল, প্রথম দশে অধিকাংশই CBSE ছাত্রছাত্রী]
‘মিশন-মোতেরা’য় নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চিপকে মাধওয়াল-ম্যাজিকে ভর করেই কোয়ালিফায়ারে উঠেছেন রোহিত শর্মারা। আহমেদাবাদে হার্দিকদের হারাতে পারলেই ফের একবার ‘আইপিএল ক্লাসিকো’ দেখতে পাবেন ক্রিকেট অনুরাগীরা। যেখানে ট্রফির যুদ্ধে আগে থেকেই অপেক্ষা করে বসে আছে মহেন্দ্র সিং ধোনির সিএসকে।
তবে কাজটা মোটেই সহজ নয়। ক্রুণাল পাণ্ডিয়ার লখনউ আর হার্দিক পাণ্ডিয়ার গুজরাটের মধ্যে ফারাক আকাশ-পাতাল। দুরন্ত ছন্দে আছেন শুভমান গিলের মতো তারকা ব্যাটার। চলতি আইপিএলে ১৫ ম্যাচে ৭২২ রান তাঁর নামের পাশে। সর্বোপরি দ্বিতীয় কোয়ালিফায়ার গিলরা খেলবেন ঘরের মাঠ মোতেরায়। চেনা পরিবেশে মহম্মদ শামি, রশিদ খান, মোহিত শর্মারা বল হাতে ভয়ংকর হয়ে উঠলে মুম্বইয়ের ফাইনালে ওঠার রাস্তা কঠিন হবে বইকী।
কিন্তু পিছিয়ে নেই মুম্বইও! অধিনায়ক রোহিত কিংবা ওপেনিংয়ে তাঁর সঙ্গী ঈশান কিষান ব্যাট হাতে ধারাবাহিক না হলেও দুরন্ত ছন্দে আছেন সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিনরা। মিডল অর্ডারে মুম্বইকে ভরসা জোগাচ্ছে নিল ওয়াধেরার ফর্ম। আর বোলিংয়ে মুম্বইয়ের আশার আলো আকাশ মাধওয়াল। অধিনায়ক রোহিতের গলাতেও তাই প্রত্যয়ী সুর। বলেছেন, “মুম্বই ইন্ডিয়ান্স বরাবর আইপিএলে উজ্জীবিত পারফরম্যান্স করতে অভ্যস্ত। হয়তো সেটা সাধারণের প্রত্যাশার বাইরে। তা সত্ত্বেও মুম্বইয়ের প্লেয়াররা সেই অবিশ্বাস্য পারফরম্যান্স বছরের পর বছর ধরে করে আসছে। এবারেও শুরুটা ভাল না হলেও দল ধীরে ধীরে ছন্দ খুঁজে পেয়েছে।” শুক্রবার মোতেরাতেও কি সেই ছন্দ বজায় থাকবে, নাকি বাজিমাত করবেন গিলরা- সেটাই এখন দেখার।
আজ আইপিএলে:
গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স
কোয়ালিফায়ার-২, আহমেদাবাদ
সন্ধ্যা ৭.৩০, স্টার স্পোর্টস