সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুড়ো হাড়ে ভেলকি একেই বলে। ঝোড়ো ব্যাটিংয়ে ১৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। মাত্র ৬০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের সর্বকালীন রেকর্ড ভাঙলেন তিনি। সোমবার সিলেটে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে নয়া নজির গড়লেন মুশফিকুর। রেকর্ড গড়ে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি।
বাংলাদেশ সফরে গিয়ে ওয়ানডে সিরিজ খেলছে আয়ারল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল সিলেটে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ (Bangladesh)। প্রথম থেকেই আইরিশ বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা শুরু করেন টাইগাররা। লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ১০০ রানের পার্টনারশিপ গড়ে বড় ইনিংসের ভিত গড়ে দেন। শান্ত আউট হতেই ক্রিজে আসেন মুশফিকুর রহমান।
[আরও পড়ুন: শ্রেয়সের পর শাকিব-লিটনকেও শুরু থেকে পাচ্ছে না KKR, অধিনায়ক নিয়ে সংশয়ে নাইটরা]
প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন উইকেটকিপার-ব্যাটার। ১৪টি চার, ২টি ছয় মেরে মাত্র ৬০ বলে সেঞ্চুরি হাঁকান। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে এটাই দ্রুততম শতরান। এর আগে ২০০৯ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন শাকিব আল হাসান। সোমবার মুশফিকুর ঝড়ে ভেঙে গেল সেই রেকর্ড। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ হাজার রানও পূর্ণ করেন মুশফিকুর।
ব্যাটারদের দাপটে দল হিসাবে নয়া রেকর্ড গড়ল বাংলাদেশও। সোমবারের ম্যাচে ৩৪৯ রান তুলেছে টাইগাররা, ওয়ানডে ক্রিকেটে এটাই তাদের সর্বোচ্চ রান। তবে বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরুই করা যায়নি। অবশেষে ম্যাচ বাতিল হয়ে যায়।