shono
Advertisement

চিকিৎসকের গাফিলতিতে দিদির মৃত্যু! হাত কেটে রক্ত দিয়ে প্ল্যাকার্ড লিখে হাসপাতালে ঘুরলেন বোন

চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী নদিয়া।
Posted: 07:42 PM Oct 01, 2023Updated: 07:47 PM Oct 01, 2023

সঞ্জিত ঘোষ, নদিয়া: চিকিৎসকের গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ। হাত কেটে রক্ত দিয়ে পোস্টার লিখে গোটা হাসপাতাল ঘুরলেন মৃতার বোন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) শক্তিনগর জেলা হাসপাতালে।

Advertisement

বিষয়টা ঠিক কী? কৃষ্ণনগর হাতারপাড়ার বাসিন্দা পূজা সরকার। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। সেই সঙ্গে বমিও হচ্ছিল বলে খবর। জ্বর না কমায় অবশেষে শনিবার কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার পূজাকে একটি ইনজেকশন দেওয়া হয়। অভিযোগ, এর পরই মৃত্যু হয় তাঁর।

[আরও পড়ুন: সস্তায় সোনার বিগ্রহ কিনতে গিয়ে বিপত্তি! কুলতলিতে প্রতারকের মারে গুরুতর জখম ক্রেতা]

মৃতার ছোট বোন শিউলি সরকারের অভিযোগ চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে। তাঁর দাবি, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে পূজার। প্রতিবাদে হাসপাতালের ভিতরে ব্লেড দিয়ে হাত কাটেন তিনি। রক্ত দিয়ে লেখেন, “আমার দিদিকে ডাক্তার মেরেছে। আমার আর কেউ নেই। বাবা কিছুদিন আগে ভুল চিকিৎসায় মারা গিয়েছেন। এবার দিদি। মা লোকের বাড়ি কাজ করেন।” তাঁর দাবি, চিকিৎসককে কড়া শাস্তি দিতেই হবে। তবে এ বিষয়ে এখনও হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: বিজেপি সাংসদের বিরুদ্ধে বিক্ষোভে দলেরই একাংশ, পোড়ানো হল কুশপুতুল, উত্তেজনা বাঁকুড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার