shono
Advertisement

ভিনগ্রহে প্রাণের খোঁজ পেতে আরও একধাপ এগোল নাসা

মঙ্গল গ্রহে বিশাল মহাসাগর অছে বলেও বিশ্বাস তাঁদের৷ তাই সেখানে প্রাণের সন্ধান মিলতে পারে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা৷ The post ভিনগ্রহে প্রাণের খোঁজ পেতে আরও একধাপ এগোল নাসা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:31 PM Jan 31, 2017Updated: 08:08 AM Jan 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা কি একা? পৃথিবী ছাড়া কি মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাবড় তাবড় বিজ্ঞানীরা৷ খরচ হচ্ছে অজস্র অর্থ৷ মাঝেমধ্যেই ভিনগ্রহীদের দেখা গিয়েছে বলে শোনা যায়৷ তবে প্রমাণের অভাবে সমস্তটাই রহস্যে আবৃত৷

Advertisement

তবে মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব খোঁজার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা৷ এমন একটি পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যার দ্বারা আরও সহজ হয়ে উঠবে ভিনগ্রহে প্রাণের সন্ধান৷

এবার জেনে নেওয়া যাক কী সেই পদ্ধতি? প্রাণ সৃষ্টির মূল উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড৷ ওই অ্যাসিড বিশ্লেষণ করে প্রাণের সন্ধান পাওয়া খুব সহজ৷ তাই নাসা এবার কেপিলারি ইলেক্ট্রোফরেসিস নামে এক পদ্ধতির দ্বারা অ্যামিনো অ্যাসিড বিশ্লেষণ করছে৷ পৃথিবীতে ছিটকে আশা গ্রহাণুতে অনেক সময় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়৷ ওই অ্যাসিড পরীক্ষা করে জৈব উপাদান খুঁজে বের করতে তৈরি মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রটি৷

জেসিকা ক্রেমর নামের নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরিতে কর্মরত এক বিজ্ঞানী জানিয়েছেন যে, কেপিলারি ইলেক্ট্রোফরেসিসের মাধ্যমে পৃথিবীর সমুদ্রগর্ভে পরীক্ষা নিরীক্ষা চলছে৷ মঙ্গল গ্রহে জলের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা৷ মঙ্গল গ্রহে বিশাল মহাসাগর অছে বলেও বিশ্বাস তাঁদের৷ তাই সেখানে প্রাণের সন্ধান মিলতে পারে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা৷

সামনে থেকে দেখার মাশুল, বাঘের থাবায় প্রাণ গেল ব্যক্তির

শাহরুখ নয়, এবার আব্রামের সাক্ষাৎকারেই মজল নেটদুনিয়া

The post ভিনগ্রহে প্রাণের খোঁজ পেতে আরও একধাপ এগোল নাসা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement