সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করলেন নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। জানিয়ে দিলেন, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। আর এসবের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তিনি। বুধবার দুপুরেই ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নওশাদের বিরুদ্ধে সহবাসের অভিযোগ এনেছেন এক তরুণী। এমনকী শারীরিক নিগ্রহের অভিযোগও করেছেন। এই অভিযোগের পিছনে রাজনৈতিক চক্রান্ত দেখছেন নওশাদ সিদ্দিকি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভাঙড়ের বিধায়ক বলেন, আমার বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ এনেছিল। গ্রেপ্তারও করেছিল। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এনেছে রাজ্যের শাসকদল। কিন্তু আটকে রাখতে পারেনি। তাই ভোটের মুখে এসব করা হচ্ছে। নওশাদ আরও বলেন, “আমি রাজনীতি করতে এসেছি। রাজনীতি আসার আগে থেকেই জানি, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হবে। তাই এসবের জন্য প্রস্তুত আছি।” এদিন তৃণমূল নেতা সব্যসাচী দত্তর সঙ্গে থানায় অভিযোগ করতে এসেছিলেন তরুণী। যা দেখে আইএসএফের বিধায়ক বলছেন,”সঙ্গে করে নিয়ে অভিযোগ করাতে আসছেন। কে কী করছেন বুঝতেই পারছি।” ভোটের মুখে এফআইআরের পিছনে তৃণমূলের হাত দেখছেন আইএসএফ নেতা।
[আরও পড়ুন: এবার দেখা যাবে সেরা ‘ফাইটার’ কে! হৃতিককে চ্যালেঞ্জ ছুঁড়লেন ‘তেজস’ কঙ্গনা]
অভিযোগকারী মহিলা সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে সহবাস করেছেন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। তবে আইএসএফ বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় কবে, কীভাবে ঘনিষ্ঠতা তা নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি। বরং অভিযোগকারীর দাবি, “আপনাদের যা জানার নওশাদকে জিজ্ঞেস করুন।” জানা গিয়েছে,তিনি এয়ারপোর্ট চত্বরের বাসিন্দা। নিউটাউন থানায় জিরো এফআইআর করেছেন। পরে তা বিমানবন্দর থানায় পাঠিয়ে দেওয়া হবে। সেই অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন ভাঙড়ের বিধায়ক।