shono
Advertisement

ডায়মন্ড লিগের ফাইনালে সবার নজরে সেই নীরজ, পারবেন কি ৯০ মিটার ছুড়তে?

বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন নীরজ।
Posted: 10:34 AM Sep 16, 2023Updated: 10:35 AM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড লিগের ফাইনালে আজ শনিবার গভীর রাতে নামছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। অ্যাথলেটিক্সের বিভিন্ন বিভাগের সেরা পারফর্মারদের নিয়েই হবে ফাইনাল। ডায়মন্ড লিগের ফাইনালে ভারতের একমাত্র প্রতিনিধি নীরজ। মুরলী শ্রীশঙ্কর এবং তিন হাজার মিটার স্টিপলচেজার অবিনাশ নাম তুলে  নিয়েছেন প্রতিযোগিতা থেকে। এশিয়ান গেমসকেই পাখির চোখ করছেন তাঁরা। 

Advertisement

ইউজিনে হতে চলা ডায়মন্ড লিগের ফাইনালে ওঠার পথে নীরজ বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচের পরে শেষ করেন নীরজ। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থান পেলেন ভারতের নীরজ চোপড়া। ৮৫.৭১ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন দেশের সোনার ছেলে। ডায়মন্ড লিগের ফাইনালেও পৌঁছন তিনি।

[আরও পড়ুন: নাসিম শাহকে ছাড়াই ভারতের বিরুদ্ধে নামতে হবে! বড় আপডেট দিলেন বাবর আজম]

ভারতের সোনার ছেলেকে বলতে শোনা গিয়েছিল,”বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরে প্রত্যেকেই ক্লান্ত। আমরা একশো শতাংশ দিয়েছি। ইউজিনের জন্য ফোকাস করছি। তার পরেই রয়েছে এশিয়ান গেমস।” ফাইনালে নীরজের প্রতিদ্বন্দ্বী জাকুব ভাদলেচ, অলিভার হেল্যান্ডার, পিটার্স অ্যান্ডারসন, অ্যানড্রিয়ান মারডারে।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়ার পরেও, ‘সোনার ছেলে’-র মুখে ছিল ‘৯০ মিটার’-এর প্রতিশ্রুতি। ইউজিনের ফাইনালে কি নীরজ নব্বই মিটার অতিক্রম করতে পারবেন? উত্তর দেবে সময়।

[আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল পেলেন না নেইমার, হাফ ডজন গোল আল হিলালের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement