সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশ্নফাঁস, বেনিয়ম সংক্রান্ত যাবতীয় অভিযোগের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ডাক্তারির স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার দুপুরের মধ্যেই নিটের চূড়ান্ত ফলপ্রকাশ করবে এনটিএ (NTA)। তবে কাউন্সেলিংয়ের দিন ঘোষণার জন্য শীর্ষ আদালতের অনুমতি নিতে হবে।
বৃহস্পতিবার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট পর্যবেক্ষণ করেছে, নিটের প্রশ্নফাঁস হয়েছে। তবে সেটা বৃহত্তর পরিসরে নয়। মূলত পাটনা এবং হাজারিবাগ কেন্দ্রের মধ্যেই সেটা সীমাবদ্ধ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, "যারা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করছে তারা খুব বড় পরিসরে কাজ করে না।" শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, যেহেতু বৃহত্তর পরিসরে প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি তাই পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই। একই সঙ্গে শীর্ষ আদালত এনটিএ-কে শনিবার দুপুর ১২টার মধ্যে নিটের চূড়ান্ত ফলপ্রকাশ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।
[আরও পড়ুন: কুলতলির সাদ্দাম ‘সমাজসেবী’, আদালতে জোর সওয়াল ‘টানেল ম্যানে’র আইনজীবীর]
গত ৫ মে NEET-UG পরীক্ষা হয়। প্রাথমিক ফলপ্রকাশের পরে দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নেয় পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নেওয়া হয় রি-টেস্ট। যার জেরে চূড়ান্ত ফলপ্রকাশ হয়নি।
[আরও পড়ুন: মালদহে বিদ্যুৎ-বিক্ষোভে মার খেল পুলিশ, বিবৃতি বিদ্যুৎ মন্ত্রীর, কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের?]
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী ২০ জুলাই দুপুর ১২টার মধ্যে শহর এবং কেন্দ্রভিত্তিক ফলাফল আপলোড করতে হবে। তবে যাঁদের নাম আপলোড করা হবে তাঁদের পরিচয় গোপন রাখতে হবে। যদিও কাউন্সেলিংয়ের চূড়ান্ত তারিখ এখনও ঠিক হয়নি। এনটিএ (NTA) চাইছে ২৪ জুলাই থেকে কাউন্সেলিং করাতে। তবে সেটার জন্যও শীর্ষ আদালতের অনুমতি প্রয়োজন।