সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ভোরে ভেঙে পড়েছিল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দিল্লির ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছে গুজরাটের (Gujarat) রাজকোট বিমানবন্দরে (Rajkot Airport)। সেখানে দুর্যোগের জেরে বিমানবন্দরের ছাউনির একাংশ ভেঙে পড়ে। গুজরাটের এই আন্তর্জাতিক বিমানবন্দরটি বছর খানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাতেই উদ্বোধন হয়েছিল। সেখানে বিপর্যয়ে গেরুয়া শিবিরে মুখ পুড়তেই পালটা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণের কৌশলে নিল বিজেপি (BJP)।
গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য শনিবার মন্তব্য করলেন, "এই ঘটনার (রাজকোটে বিমানবন্দরে ছাউনি ভেঙে পড়া) জন্য নেহরুকে দোষ দেওয়া যায় না। কারণ যতখানি প্রয়োজন ছিল ততগুলি বিমানবন্দর তৈরি করেননি তিনি।" মালব্য কটাক্ষ করেন, নেহরুর পথে চলল এখনও গরুর গাড়িতে যাতায়াত করতে হত আমাদের। অন্যদিকে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের কারণে বিমানবন্দরের ছাউনির কাপড় ছিঁড়ে পড়া পরিকাঠামো ভেঙে পড়ার মতো ঘটনা নয়। সেকথাও মনে করিয়ে দেন মালব্য। এক্স হ্যান্ডেলে আরও জানান, গতকাল এমওসিএ দেশের ছোট-বড় সব বিমানবন্দরের নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছে।
[আরও পড়ুন: বিহারকে ‘বিশেষ মর্যাদা’, পাওনা বুঝে নিতে দলীয় বৈঠকে প্রস্তাব পাশ নীতীশ]
২০২৩ সালের ২৭ জুলাই নতুন করে পথচলা শুরু হয় রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরের। মোদির হাতেই উদ্বোধন হয়েছিল। মাত্র এক বছরের মধ্যেই নতুন টার্মিনালের ছাউনি ভেঙে পড়ায় বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, মোদি বিমানবন্দরের যে অংশ উদ্বোধন করেন সেটিই ভেঙে পড়েছে। অন্যদিকে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নায়ডু দাবি করেন, ২০০৯ সালে ইউপিএ সরকারের আমলে তৈরি অংশটি ভেঙে পড়েছে। যদিও এই বিতর্কে মালব্যের মন্তব্যে হতবাক সকলেই। সাম্প্রতিক বিপর্যয়ে কেন নেহরুকে টানা হল তা বোধগম্য হয়নি অনেকেরই।