সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে নেপালের (Nepal) আকাশ থেকে উধাও হয়ে গেল একটি বিমান। সকাল ৯টা ৫৫ মিনিটের পর আর খোঁজ মেলেনি বিমানটির। জানা গিয়েছে, ওই বিমানে ৪ ভারতীয়-সহ মোট ২২ জন যাত্রী ও ক্রু সদস্যরা রয়েছেন। পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল বিমানটি।
জানা গিয়েছে, বিমানটিতে ৪ ভারতীয় ছাড়াও ৪ জন জাপানি নাগরিক ছিলেন। বাকিরা নেপালি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়ার দেশ নেপালে বিমান দুর্ঘটনা প্রায়ই ঘটে। এই বিমানটি নিখোঁজ হওয়ার পরে তাই স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে।
[আরও পড়ুন: নকল লিঙ্গ ব্যবহার করে ৩ তরুণীর সঙ্গে সঙ্গম! যুবকের বিরুদ্ধে দায়ের প্রতারণার মামলা]
সংবাদ সংস্থা এএনআইকে স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ফণীন্দ্র মণি পোখারেল জানিয়েছেন, ইতিমধ্যেই দু’টি হেলিকপ্টার মুসতাং ও পোখরা থেকে পাঠানো হয়েছে নিখোঁজ বিমানটির সন্ধানে। পাশাপাশি নেপাল সেনার চপারও বিমানটির খোঁজে অভিযান শুরু করেছে।
এদিকে নেপাল সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, ”নেপাল সেনার এমআই-১৭ হেলিকপ্টারটি ইতিমধ্যেই উড়ে গিয়েছে মুসতাংয়ের দিকে। আশঙ্কা রয়েছে বিমানটি ওখানেই ভেঙে পড়েছে। ” নেপালের পুলিশ আধিকারিক রমেশ থাপা জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিমানটির কোনও সন্ধান মেলেনি।