shono
Advertisement

Breaking News

ক্যাপ্টেন কুল নন, মাহি এখন ক্যাপ্টেন কিউরিয়াস!

ভক্তদের মতোই নিজের ছবির খুঁটিনাটি জানতে দারুণ আগ্রহী ক্যাপ্টেন কুলও৷ The post ক্যাপ্টেন কুল নন, মাহি এখন ক্যাপ্টেন কিউরিয়াস! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:14 PM Sep 08, 2016Updated: 02:44 PM Sep 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই ক্যাপ্টেন ধোনির আত্মজীবনী বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে দেশবাসী৷ বিরাট কোহলি থেকে বীরেন্দ্র শেহবাগ, সকলেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন৷ ছবির ট্রেলার ও দুটি গান ইতিমধ্যেই ধোনি ফ্যানদের মন জয় করেছে৷ এবার দর্শকদের ধামাকেদার উপহার দিলেন পরিচালক নীরজ পাণ্ডে৷ ছবির নয়া ট্রেলার আগের সবকটি ট্রেলারকে ছাপিয়ে গেল৷

Advertisement

কেন? কারণ ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র নতুন ট্রেলারে একসঙ্গে দেখা গেল দুই ক্যাপ্টেন কুলকে! একজন রিল ও অন্যজন রিয়েল লাইফ তারকা৷ যাঁকে ঘিরে এত উন্মাদনা, যাঁর অজানা কাহিনি জানার জন্য ছটপট করছেন দর্শকরা, সেই মহেন্দ্র সিং ধোনিকে প্রথমবার ছবির অফিসিয়াল ট্রেলার দেখা গেল৷ বাইশ গজ কাঁপানো অধিনায়ক ইউটিউব-এও ঝড় তুললেন৷ মুক্তির দু’দিনের মধ্যেই পাঁচ লক্ষেরও বেশি দর্শক ট্রেলারটি দেখে ফেলেছেন৷

ভক্তদের মতোই নিজের ছবির খুঁটিনাটি জানতে দারুণ আগ্রহী ক্যাপ্টেন কুলও৷ আর তাই ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতকে ছবি সংক্রান্ত একের পর এক প্রশ্ন করে চলেছেন মাহি৷ তাঁর কিছু কৌতূহল মেটালেও সবটা কিন্তু বললেন না সুশান্ত৷ “কী কী আছে ছবিতে?” ধোনির প্রশ্নের উত্তরে সুশান্ত বলছেন, “ধৈর্য ধর ক্যাপ্টেন কুল৷” অধিনায়ক আবার প্রশ্ন করে বসলেন, “গান আছে? নাচও আছে নাকি?” এতে সুশান্ত যা করলেন তা দেখে আপনিও হেসে উঠবেন৷ ক্লিক করে নিজেই দেখে নিন সেই ভিডিও৷

মজা করে তাই এই ভিডিওর ক্যাপশন দেওয়া হয়েছে #CaptainCurious৷

The post ক্যাপ্টেন কুল নন, মাহি এখন ক্যাপ্টেন কিউরিয়াস! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement