shono
Advertisement

বৃদ্ধা মাকে লাঠিপেটা করার ভিডিও ভাইরাল, ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ

ভিডিও দেখলে আঁতকে উঠবেন৷ The post বৃদ্ধা মাকে লাঠিপেটা করার ভিডিও ভাইরাল, ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:52 AM Aug 10, 2018Updated: 10:02 AM Aug 10, 2018

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: স্বামী প্রয়াত৷ বড় ছেলে আলাদা থাকে৷ ছোট ছেলের কাছে থাকেন বৃদ্ধা মা৷ তাঁর পেনশনের টাকাতেই চলে সংসার৷ কিন্তু, পান থেকে চুন খসলে মাকে রেয়াত করে না ছেলে৷ রীতিমতো লাঠি দিয়ে চলে মারধর৷ দিনের পর দিন এমনটা দেখে আসছেন প্রতিবেশীরা৷ শেষপর্যন্ত বৃদ্ধাকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ার পোস্ট করে দিলেন এক প্রতিবেশী৷ আর তাতেই কাজ হল৷ ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ ‘গুণধর’ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতায়৷

Advertisement

[প্রতিবেশীর বিকৃত লালসার শিকার ২ বালিকা, ধর্ষককে গণধোলাই জনতার]

নিমতার বিএল মুখার্জি রোডের থাকেন ৭২ বছরের বৃদ্ধা শান্তিপ্রভাদেবী৷ তাঁর স্বামীর সরকারি কর্মচারী ছিলেন৷ স্বামীর মৃত্যুর এখন পেনশন পান ওই বৃদ্ধা৷ তাঁর দুই ছেলে৷ স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, বাবার মৃত্যুর পর আলাদা হয়ে গিয়েছেন বড় ছেলে বিকাশ দেব৷ তিনি দত্তপুকুরে থাকেন৷ বৃদ্ধার মায়ে খোঁজখবর রাখেন না বিকাশ৷ নিমতায় ছোটছেলে ভুলুপ্রসাদের সঙ্গে থাকেন শান্তিপ্রভাদেবী৷ কিন্তু, তিনি তেমন কোনও কাজ করেন না৷ বৃদ্ধার মায়ের পেনশনের টাকাতেই চলে সংসার৷ অথচ চুন থেকে পান খসলেই ছেলে মা রীতিমতো লাঠিপেটা করে বলে অভিযোগ৷ বুধবার সকালে শান্তিপ্রভাদেবীকে যখন মারছিলেন তাঁর ছোট ছেলে, তখন সেই দৃশ্যের ভিডিও মোবাইলে তোলেন প্রতিবেশী প্রত্যাশা রায়চৌধুরি৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার আরজি জানান তিনি৷ ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে পুলিশের৷ রাতেই গুণধর ছেলে ভুলুপ্রসাদ দেবকে গ্রেপ্তার করে নিমতা থানার পুলিশ৷

দেখুন ভিডিও:

 

[ গাড়িতে উলটো জাতীয় পতাকা, বিতর্কে রাজ্যের মন্ত্রী]

The post বৃদ্ধা মাকে লাঠিপেটা করার ভিডিও ভাইরাল, ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement