shono
Advertisement

Breaking News

হ্যাকারদের চোখ এড়িয়ে কীভাবে গোপন বার্তা পাঠান ট্রাম্প?

আমেরিকায় বার্তা আদানপ্রদান ব্যবস্থায় আসছে বড়সড় চমক? The post হ্যাকারদের চোখ এড়িয়ে কীভাবে গোপন বার্তা পাঠান ট্রাম্প? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:26 AM Jan 02, 2017Updated: 06:56 PM Jan 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ই-মেল নয়, আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত পছন্দ কুরিয়ারে চিঠি পাঠানো৷ কারণ, তিনি মনে করেন, কোনও কম্পিউটারই নিরাপদ নয়৷ খবরটি জানিয়েছে সংবাদসংস্থা এপি৷ ট্রাম্প নিজেও টুইট করা ছাড়া খুব একটা কম্পিউটার ব্যবহার করেন না৷

Advertisement

নতুন বছরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আপনার যদি কোনও ব্যক্তিগত কথা লিখে পাঠানোর প্রয়োজন হয়, তাহলে আপনি কুরিযর মারফত চিঠি পাঠান৷ পুরনো ফ্যাশনের হলেও আমিও ওই একইভাবে চিঠি পাঠাই৷ এই ট্রাম্পের বিরুদ্ধেই প্রযুক্তিকে ব্যবহার করে নির্বাচনে জয়লাভের অভিযোগ উঠেছে৷ মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, রুশ হ্যাকারদের মদত নিয়েছেন ট্রাম্প৷ অভিযোগ স্বীকার করেনি রাশিয়া, কিন্তু আমেরিকা সে দেশ থেকে অন্তত ৩৫ জন রুশ কূটনীতিবিদকে বহিষ্কার করেছে৷ ট্রাম্পের বলছেন, “আমি হ্যাকিং সম্পর্কে অনেক কিছুই জানি৷ আমি এও জানি হ্যাকিংয়ের অভিযোগ উঠলেও তা প্রমাণ করা বেশ কঠিন৷” হ্যাকারদের হাত থেকে বাঁচতে তাই ট্রাম্পের পছন্দ চিঠি৷ ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করতে নয়া পন্থা অবলম্বন করতে চলেছেন তিনি৷

The post হ্যাকারদের চোখ এড়িয়ে কীভাবে গোপন বার্তা পাঠান ট্রাম্প? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement