গোবিন্দ রায়: নবদ্বীপে রাস উৎসবের শোভাযাত্রায় কোনও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যাবে না। এমনই নির্দেশিকা জারি করা হয়েছিল স্থানীয় প্রশাসনের তরফে। তবে শুক্রবার সেই নির্দেশিকা খারিজ করে শব্দবিধি মেনে মিউজিক সিস্টেম ব্যবহার করা যাবে বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।
বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, শব্দবিধি মেনে নবদ্বীপের রাস উৎসবে মিউজিক সিস্টেম ব্যবহারের কোনও বাধা নেই। নবদ্বীপ থানার আইসির তরফে প্রচার করা সতর্কবার্তায় আরও জানানো হয়েছিল, প্রতি পুজোর থেকে তিন থেকে পাঁচজন করে শোভাযাত্রায় যোগ দিতে পারবেন। পুলিশের এই সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি আদালত। জানা গিয়েছে, সম্প্রতি রাস উৎসব নিয়ে নবদ্বীপ থানার তরফে বিধিনিষেধ জারি করা হয়। থানার আইসি জলেশ্বর তিওয়ারি লিফলেট বিলি করে শোভাযাত্রায় কোনও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যাবে না বলে সতর্কবার্তা জারি করেন। যা নিয়েই মামলা দায়ের হয় হাই কোর্টে।
[আরও পড়ুন: TRP তালিকায় সেরা ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয়-তৃতীয় স্থান কোন সিরিয়ালের দখলে?]
মামলাকারীর তরফে আইনজীবী অমিত হালদার এবং দেবাংশু ঘরাইয়ের দাবি, “পুলিশ এভাবে একটি ধর্মীয় অনুষ্ঠানে বিধিনিষেধ জারি করতে পারে না। যেখানে প্রত্যেকেরই তাঁর নিজের নিজের ধর্ম পালনে সাংবিধানিক অধিকার রয়েছে, সেখানে এভাবে নিষেধাজ্ঞা জারি করা যায় কীভাবে?” তাঁরা জানান, “নবদ্বীপ মানেই মহাপ্রভুর দেশ। আর মহাপ্রভুর দেশ মানেই রাস উৎসব। যার জনপ্রিয়তা গোটা দেশজুড়ে। এভাবে যদি ধর্মীয় উৎসবে বাধা দেওয়া হয় তাহলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তার খারাপ প্রভাব পড়বে।” যদিও রাজ্যের যুক্তি, “আমরা রাস উৎসবের বিরুদ্ধে নই। কিন্তু গত বছর এই উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই শৃঙ্খলা রক্ষা করতেই পুলিশের এই পদক্ষেপ।” তবে আদালতের নির্দেশে খুশি নবদ্বীপবাসী।