নন্দিতা রায়, নয়াদিল্লি: কেন্দ্রে বিজেপি সরকার থাকতে ভারতের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না। অরুণাচলে চিনা হামলা নিয়ে সংসদ চত্বরে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি সরকার চিনের লালচোখ সহ্য করবে না। তিনি জানান, ৯ ডিসেম্বর অরুণাচলের তাওয়াং এলাকায় চিনা সেনাকে যোগ্য জবাব দিয়েছে ভারত। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চিনা (China) সেনার আগ্রাসনকে পুরোপুরি দমন করে ফেলেছে ভারতীয় সেনা।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর অরুণাচলের তাওয়াং এলাকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা। সেই সংঘর্ষে দু’পক্ষের বহু জওয়ান আহত হন। চিনের তরফে সরকারিভাবে হতাহতের খবর জানানো না হলেও ভারতের ২০-৩০ জন জওয়ান আহত হয়েছেন বলে খবর। এই ইস্যুতে আজ সংসদ উত্তপ্ত হতে পারে বলে সকাল থেকেই আশঙ্কা করা হচ্ছিল। কংগ্রেস (Congress) এবং তৃণমূল (TMC) একযোগে কেন্দ্রের কাছে বিবৃতি দাবি করেছিল। বিরোধীদের চাপের মুখে সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বিবৃতি দিয়েছেন।
[আরও পড়ুন: আসন্ন বাজেটেই মধ্যবিত্তের মুখে হাসি! আয়করে বড়সড় ছাড় দিতে পারে কেন্দ্র]
এদিন বিবৃতিতে রাজনাথ বলেন,”৯ ডিসেম্বর ভারতীয় সেনা চিনকে যোগ্য জবাব দিয়েছে। ভারতের প্রত্যাঘাতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চিনা সেনা নিজেদের এলাকায় ফিরে যেতে বাধ্য হয়।” প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই সংঘর্ষের পর গত ১১ ডিসেম্বর স্থানীয় কম্যান্ডাররা চিনা সেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না। সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। আগামী দিনে কূটনৈতিক মাধ্যমেও চিনের সঙ্গে এই ইস্যু নিয়ে কথা বলবে ভারত। রাজনাথ সিং জানান, আমাদের ভুখণ্ড রক্ষার জন্য সেনা বদ্ধপরিকর। আমাদের ভুখণ্ডে প্রবেশ করার সবরকম অপচেষ্টা তীব্রভাবে প্রতিরোধ করা হবে।
[আরও পড়ুন: অরুণাচলে ভারত-চিন সংঘর্ষ, সংসদে সরকারের কাছে জবাব চাইল তৃণমূল]
প্রতিরক্ষামন্ত্রী সংসদে এই বিবৃতি দেওয়ার আগেই সংসদ চত্বরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন কংগ্রেসকে (Congress) পালটা বিঁধে বলে দিয়েছেন, কংগ্রেস আমলেই চিন ভারতের হাজার হাজার কিলোমিটার ভুখণ্ড দখল করে নিয়েছিল। জওহরলাল নেহেরু স্রেফ ব্যক্তিগত সম্পর্ক ভাল রাখার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ চিনকে উপহার দিয়েছেন। আবার গান্ধী পরিবার পরিচালিত ট্রাস্টে টাকা আসত চিন থেকে। সুতরাং, চিন নিয়ে কংগ্রেসের কিছু বলা সাজে না। শাহর সাফ দাবি, যতদিন কেন্দ্রে বিজেপি সরকার আছে ভারতের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না।
শাহের পালটা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, “প্রতিরক্ষামন্ত্রী সংসদে ঢুকে বিবৃতি পড়ে চলে যান। কোনও আলোচনাতে অংশই নেননি তাঁরা। গান্ধী পরিবারের ট্রাস্ট সংক্রান্ত বক্তব্য একেবারেই ভিত্তিহীন। তবে বলব, আমাদের দোষে যদি চিনের ক্ষমতা বেড়ে থাকে, তাহলে আমাদের ফাঁসিতে ঝোলান।”