shono
Advertisement

মিলল না জল, রিওয় অজ্ঞান হয়ে পড়লেন ভারতীয় ম্যারাথনার

কেন এই অব্যবস্থা? এখনও এর কোনও সদুত্তর মেলেনি৷ The post মিলল না জল, রিওয় অজ্ঞান হয়ে পড়লেন ভারতীয় ম্যারাথনার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:49 PM Aug 22, 2016Updated: 06:18 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৪২ কিমি দৌড়৷ আড়াই কিমি ছাড়া ছাড়া তৈরি করা বিশেষ স্টেশনে ম্যারাথন রানারদের জন্য জল নিয়ে বসে থাকেন দেশের প্রতিনিধিরা৷ কিন্তু ব্যতিক্রমী চিত্র ভারতের ক্ষেত্রে৷ আর তাই জলই পেলেন না ভারতীয় ম্যারাথনার ও পি জৈশা৷ কেননা তাঁর জন্য জল নিয়ে কোনও ভারতীয় প্রতিনিধি অপেক্ষা করে ছিলেন না৷ শেষমেশ জলের অভাবে অজ্ঞান হয়েই পড়লেন এই অ্যাথলিট৷

Advertisement

ওলিম্পিকে সিন্ধু-সাক্ষী-দীপাদের মাতামাতির মধ্যেই এই নিদারুণ ছবির সাক্ষী থাকল গোটা বিশ্ব৷ ওলিম্পি

কের শেষ দিনে অনুষ্ঠিত ম্যারাথনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ও পি জৈশা৷ জাতীয় স্তরে রেকর্ডধারী এই অ্যাথলিট বেজিং ওলিম্পিকেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন৷ কিন্তু আবারও দেশের হয়ে ট্র্যাকে নেমে পড়লেন বিপাকে৷ কেননা এবার তাঁর জন্য জল নিয়ে
কোনও প্রতিনিধি অপেক্ষা করে ছিলেন না৷ বেশ কয়েকবার জলের জন্য থমকান তিনি৷ কিন্তু প্রতিটি স্টেশনেই ভারতের ডেস্কে রাখা ছিল শুধু জাতীয় পতাকা৷ ওলিম্পিকের নিয়ম অনুযায়ী, এক দেশের প্রতিযোগী অন্য কোনও দেশের প্রতিনিধির থেকে জল নিতে পারেন না৷ যদি তিনি তা করে থাকেন তবে তাঁকে সতর্ক করা হয়৷  বাধ্য হয়েই রিওর কর্মীদের থেকে জল চেয়ে নেন জৈশা৷ কিন্তু তা আট কিমি ছাড়া ছাড়া৷ ফলত ডিহাইড্রেশনেরকবলে পড়েন তিনি৷ শেষমেশ ফিনিশিং লাইনে

পৌঁছে অজ্ঞান হয়ে যান তিনি৷ রিও-র কর্মীরা এসেই তাঁকে উদ্ধার করেন৷ প্রায় ঘণ্টা তিনেক পরে জ্ঞান ফেরে তাঁর৷ সাত বোতল গ্লুকোজ দেওয়ার পর তবে স্বাভাবিক অবস্থায় আসেন জৈশা৷

একদিকে যখন দেশে বলা হচ্ছে ভারতীয় অ্যাথলিটদের প্রতি দেশবাসীর দৃষ্টি ফিরেছে, তখন  প্রায় নজিরবিহীন দায়িত্বজ্ঞানহীনতা ও অমানবিকতার সাক্ষী থাকল রিও৷ কিন্তু কেন এই অব্যবস্থা? এখনও এর কোনও সদুত্তর মেলেনি৷

The post মিলল না জল, রিওয় অজ্ঞান হয়ে পড়লেন ভারতীয় ম্যারাথনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement