সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’। ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৮১৪ বিমান হাইজ্যাকের ঘটনা নিয়ে তৈরি এই সিরিজ ইতিমধ্যেই হইচই ফেলেছে। জড়িয়েছে বিতর্কেও। অন্যতম বিতর্ক বিমান অপহরণে পাকিস্তান যুক্ত নয় বলে দাবি। যদিও পাকিস্তানে নিযুক্ত তৎকালীন ভারতীয় রাষ্ট্রদূত গোপালাস্বামী পার্থসারথী সম্পর্ণ উলটো কথা জানালেন। তাঁর সাফ কথা, আল-কায়দাকে শিখণ্ডী বানানো হয়েছিল। আড়ালে থেকে কান্দাহার হাইজ্যাক কাণ্ডের ষড়যন্ত্র করেছিল পাকিস্তান।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পার্থসারথী জানান, ভারতীয় বিমান হাইজ্যাক করার ঘটনায় যুক্ত ছিল আইএসআই। তিনি বলেন, "এটা ছিল সম্পূর্ণ পাকিস্তানের কাজ। সন্ত্রাসবাদীরা ছিল পাকিস্তানি, মুক্তি পাওয়া সন্ত্রাসবাদীরাও ছিল পাকিস্তানি। আল-কায়দার প্রশ্নই আসে না, এটাই তো ভিতরের কথা। আল-কায়েদার সঙ্গে পাকিস্তানের তেমন সম্পর্ক ছিল না যে তারা পাক জঙ্গিদের জন্য বিমান ছিনতাই করবে।"
[আরও পড়ুন: কুস্তিগিরদের আন্দোলনের জের, হরিয়ানা নির্বাচনে ববিতা ফোগাটকে টিকিট দিল না বিজেপি]
উল্লেখ্য, নেটফ্লিক্স সিরিজটি সমালোচিত হচ্ছে আইএসআইকে ক্লিন-চিট দেওয়া এবং হাইজ্যাকারদের আফগানিস্তান ও আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলার জন্য। পার্থসারথীর বক্তব্য, হতে পারে আফগানিস্তানের কিছু ব্যক্তি যুক্ত ছিল ওই ঘটনায়, ওই তালিবানিরা আদতে আইএসআই-এরই লোক।