shono
Advertisement
NEET UG

কবে প্রকাশিত হবে নিটের ফল, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

মঙ্গলবারই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। এই রায়কে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন, সত্যের জয় হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 09:49 AM Jul 24, 2024Updated: 10:02 AM Jul 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নতুন করে নিট পরীক্ষা (NEET UG 2024) আর নেওয়া হবে না। এই রায়কে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন, সত্যের জয় হয়েছে। আর সেই সঙ্গেই তিনি ঘোষণা করলেন ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে আর দুদিনের মধ্যে। পাশাপাশি এনটিএ পুনর্গঠনের কথা শোনা গিয়েছে তাঁর মুখে।

Advertisement

সাংবাদিক সম্মেলনে ধর্মেন্দ্র বলেন, ''সত্যমেব জয়তে। সত্যের জয় হয়েছে। কেন্দ্র জানিয়েছিল কোনও বড় ধরনের দুর্নীতি হয়নি। সুপ্রিম কোর্টও সেটাই মনে করছে।'' সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, পরীক্ষায় কোনও রকমের দুর্নীতির ক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলে মোদি সরকার। সেই সঙ্গেই ফলাফল প্রকাশ নিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, আর দুদিনের মধ্যেই প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল। পাশাপাশি শিক্ষামন্ত্রী বলেন, ''আমরা এনটিএ-কে সম্পূর্ণ পুনর্গঠন করার কথা ভাবছি। আর তা কার্যকর করতে একটি উচ্চ-পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।'' কমিটির মতামত নিয়েই পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।

[আরও পড়ুন: বাজেটে বেতনভুক কর্মীদের আয়কর স্বস্তি, নতুন কর কাঠামোয় বদল]

প্রসঙ্গত, মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি খারিজ করে দেয়। শীর্ষ আদালত জানিয়ে দেয়, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত এমন কোনও ত্রুটির প্রমাণ নেই যার ভিত্তিতে বলা যায় যে পরীক্ষায় বিরাট মাপের কারচুপি হয়েছে। সেই সঙ্গেই সুপ্রিম কোর্ট জানায়, প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। এঁদের মধ্যে অনেকেই কয়েকশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে পরীক্ষা দেন। সেদিকে লক্ষ্য রেখেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কয়েক জায়গায় প্রশ্নফাঁসের অভিযোগের কারণে পুরো পরীক্ষাটাই বাতিল করে দেওয়া হলে তা ওই পরীক্ষার্থীদের জন্য ভয়ংকর হবে।

[আরও পড়ুন: অশান্ত বাংলাদেশ থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, কী পড়তে যান তাঁরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবারই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না।
  • এই রায়কে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন, সত্যের জয় হয়েছে।
  • আর সেই সঙ্গেই তিনি ঘোষণা করলেন ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে আর দুদিনের মধ্যে।
Advertisement