shono
Advertisement

Breaking News

Blinkit Sindoor

বিয়েতে 'অপারেশন সিঁদুর'! বর-কনের সংকটমোচন করলেন ডেলিভারি বয়, ভাইরাল ভিডিও

কীভাবে 'অপারেশন সিঁদুর' ঘটল দিল্লির বিয়েবাড়িতে?
Published By: Anwesha AdhikaryPosted: 04:15 PM Dec 29, 2025Updated: 04:53 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমজমাট বিয়ের আসর। শেরওয়ানি-লেহেঙ্গায় সেজে সাতজন্ম একসঙ্গে কাটানোর প্রতিজ্ঞা করতে প্রস্তুত বর-কনে। কিন্তু স্বপ্নের বিয়েতে আচমকাই বাধা। লজ্জিত মুখে বরপক্ষ জানায়, বিয়ের যাবতীয় জিনিসপত্র আনলেও সিঁদুরটা বেমালুম ভুলে গিয়েছেন। সেই শুনে তো বর-কনের মাথায় হাত! শেষ পর্যন্ত 'অপারেশন সিঁদুর' শুরু হল বিবাহবাসরে।

Advertisement

ঘটনাটি ঘটেছে দিল্লির এক বিবাহবাসরে। বিয়ের পিঁড়িতে বসেছিলেন পূজা ভোহরা এবং ঋষি দাভে। পঞ্জাব এবং দিল্লির দুই পরিবারের মিলনে একেবারে উৎসবের আবহ। নির্দিষ্ট সময়ে লগ্ন মেনেই শুরু হয় বিয়ের আচার। অগ্নিসাক্ষী করে বিয়ে শুরু করেন পূজা এবং ঋষি। কিন্তু সিঁদুরদানের সময় আসতেই বিপত্তি। প্রথামাফিক বিয়ের জন্য সিঁদুর আনতে হয় বরপক্ষকে। কিন্তু ঋষির পরিবার বিয়ের যাবতীয় ব্যস্ততায় সিঁদুর আনতেই ভুলে গিয়েছে!

সিঁদুরদান আটকে যাওয়ায় তখন প্রায় কাঁদোকাঁদো দশা! বর-কনে ভাবছেন, লগ্ন পেরিয়ে যাবে না তো? শুভক্ষণে সিঁদুরদান না হলে বিয়েটাই বা কী করে হবে? অতিথি-পরিবার সকলেই টেনশনে। এহেন পরিস্থিতিতে সঙ্কটমোচক হয়ে দেখা দিল জনপ্রিয় ই-কমার্স অ্যাপ ব্লিঙ্কিট। খুব অল্প সময়ে জিনিস সরবরাহ করে থাকে এই অ্যাপ। গোটা বিয়েবাড়ি যখন দুশ্চিন্তায় ভুগছে, তখনই বুদ্ধি করে একজন ব্লিঙ্কিটে সিঁদুর অর্ডার করে দেন। খানিকক্ষণের মধ্যেই সিঁদুর নিয়ে হাজির ব্লিঙ্কিট কর্মী। স্বস্তির নিঃশ্বাস ফেলে বিয়ে সম্পন্ন করলেন পূজা-ঋষি।

বিবাহবাসরে এই 'অপারেশন সিঁদুর'-এর ভিডিও নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন পূজা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ভিডিও মোটেই প্রোমোশনাল নয় বরং তাঁদের জীবনের এক চিরস্মরণীয় মুহূর্ত। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরাও একের পর এক মজার কমেন্ট করেছেন। কারোও মতে, 'রক্ত দিয়ে সিঁথি রাঙিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া হল।' আবার কারোওর প্রশ্ন, ডেস্টিনেশন ওয়েডিং হলে ব্লিঙ্কিট তো থাকবে না। সবমিলিয়ে নেটিজেনদের চর্চায় উঠে এসেছে এই ভিডিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনাটি ঘটেছে দিল্লির এক বিবাহবাসরে। বিয়ের পিঁড়িতে বসেছিলেন পূজা ভোহরা এবং ঋষি দাভে।
  • সিঁদুরদান আটকে যাওয়ায় তখন প্রায় কাঁদোকাঁদো দশা! বর-কনে ভাবছেন, লগ্ন পেরিয়ে যাবে না তো? শুভক্ষণে সিঁদুরদান না হলে বিয়েটাই বা কী করে হবে?
  • গোটা বিয়েবাড়ি যখন দুশ্চিন্তায় ভুগছে, তখনই বুদ্ধি করে একজন ব্লিঙ্কিটে সিঁদুর অর্ডার করে দেন। খানিকক্ষণের মধ্যেই সিঁদুর নিয়ে হাজির ব্লিঙ্কিট কর্মী।
Advertisement