shono
Advertisement

Breaking News

Viral Video

'কাকু, আমি মদ্যপ', শুনেই যাত্রীর মাকে ফোন! নিরাপদে তরুণীকে বাড়ি ফিরিয়ে মন জিতলেন ক্যাবচালক

কমেন্ট বক্সে ক্যাবচালককে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।  
Published By: Tiyasha SarkarPosted: 09:08 PM Dec 28, 2025Updated: 09:08 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষপ্রান্ত সকলেই উৎসবের মেজাজে। রাতভর পিকনিক-পার্টিতে মজে নেটিজেনরা। সেখানে নেশার সামগ্রী যে থাকে, তা বলাই বাহুল্য। নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরতে গিয়ে নানারকম বিপদের মুখেও পড়েন তরুণ-তরুণীরা। কিন্তু ভালোমানুষও তো রয়েছে, তার প্রমাণ দিলেন কলকাতার এক ক্যাবচালক। গভীররাতে মদ্যপ তরুণীকে নিরাপদে বাড়ি পৌঁছে সকলের মন জয় করলেন তিনি।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ক্যাবের ভিডিও। জানা যাচ্ছে, ঘটনাটি খাস কলকাতার। ভিডিওতে দেখা যাচ্ছে চালকের আসনে বসে এক যুবক। পিছনের সিটে এক তরুণী। তাঁর আচরণেই স্পষ্ট তিনি মদ্যপ। বারবার সেকথা চালককে বলেছেন নিজেই। ভিডিওতে শোনা যায়, তরুণী চালককে কাকু সম্বোধন করে বারবার বলছেন, "আমি মদ্যপ। আপনি আমাকে বাড়ি পৌঁছে দেবেন তো?" ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণী উত্তেজিত হয়ে পড়লেও চালক একেবারে শান্ত। ধীর গলায় বারবার তরুণীকে আশ্বস্ত করছেন তিনি। 'বেটা' বলে সম্বোধন করে জানাচ্ছেন, চিন্তার কোনও কারণ নেই তিনি তাঁকে বাড়ি পৌঁছে দেবেন।

আশ্বাস তো দেন অনেকেই, কথা রাখেন ক'জন! বহুক্ষেত্রেই দেখা যায় পরিচিতদের বিশ্বাস করেই বিপদে পড়েন মহিলারা। কিন্তু এই ক্যাবচালক দেখিয়ে দিলেন, আশেপাশে এখনও ভরসাযোগ্য হাত রয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসেই মাকে ফোন করেন তরুণী। জানান, বাড়িতে ফিরছেন। তবে অসংলগ্ন কথাবার্তার মাঝেই চালককে ফোন ধরিয়ে দেন তরুণী। একথাও বলেন যে, এই অবস্থায় মা তাকে দেখলেই চড় কষাবেন! তরুণীর মায়ের সঙ্গে কথা বলে তাঁকে নিরাপদে বাড়ি পৌঁছে দেন চালক। যাত্রাপথে কথা বলতে বলতে হাসাহাসিও করতে দেখা যায় দু'জনকে। গাড়ির ড্যাশক্যামে রেকর্ড হওয়া এই ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। চালকের দায়িত্ববোধ মন জিতে নিয়েছে সকলের। কমেন্ট বক্সে তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতার রাস্তায় অ্যাপক্যাবে মদ্যপ তরুণী।
  • তরুণীর মায়ের সঙ্গে কথা বলে তাঁকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিলেন ক্যাবচালক।
Advertisement