shono
Advertisement
WiFi

হোটেলে ঢুকতেই অটোমেটিক কানেক্ট প্রেমিকার ওয়াইফাই, রাগে-হতাশায় এ কী করলেন প্রেমিক!

'প্রযুক্তি বিভ্রাট', দাবি প্রেমিকার।
Published By: Amit Kumar DasPosted: 05:47 PM May 13, 2025Updated: 11:46 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে হোটেলে গিয়েছিলেন প্রেমিক। তবে হেটেলের সামান্য ওয়াইফাই প্রেমিকের সুখের সময় মুহূর্তে বদলে দিল দুঃখে। হোটেলরুমে ঢুকতেই অটোমেটিক কানেক্ট হয়ে গেল প্রেমিকার ওয়াইফাই। চোখের সামনে এই কাণ্ড দেখে মুহূর্তে যা বোঝার তা বুঝে নিলেন প্রেমিক। প্রবল রাগে প্রেমিকার বিরুদ্ধে 'বহুগামীতা'র অভিযোগ এনে দাড়ি টানলেন সম্পর্কে।

Advertisement

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চলতি মে মাসে চিনের চংকিং শহরের একটি হোটেলে। প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে ওই হোটেলে উঠেছিলেন লি নামের ওই যুবতী। তবে চেক ইন করার সময় তিনি বুঝতে পারেন সঙ্গে করে কোনও পরিচয়পত্র আনা হয়নি। এই অবস্থায় হোটেল কর্তৃপক্ষকে ডিজিটাল পরিচয়পত্র পাঠানোর জন্য ফোন বের করেন তিনি। তখনই ফোনে অটোমেটিক কানেক্ট হয়ে যায় ওয়াইফাই। যা নজর এড়ায়নি লি-এর প্রেমিকের।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চোখের সামনে এই ঘটনা দেখে প্রেমিকের সন্দেহ হয় লি আগেও এই হোটেলে উঠেছে। হয়ত অন্য কোনও প্রেমিকের সঙ্গে। সন্দেহ গুরুতর আকার নিলে লির কাছে এই ঘটনার ব্যাখ্যা চান তিনি। তবে এই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি লি। জানান, কীভাবে এটা হয়েছে তা তিনি জানেন না। এই হোটেলে এর আগে কখনও আসেননি তিনি। ঘটনাকে কেন্দ্র করে ওই যুগলের মধ্যে অশান্তি চরমে ওঠে। এরপর সম্পর্কে বিচ্ছেদ টেনে সেখান থেকে চলে যান যুবক।

কীভাবে ফোনে অটোমেটিক ওয়াইফাই কানেক্ট হয়ে গেল তা নিয়ে সন্দিহান ছিলেন লি নিজেও। প্রাথমিক অনুসন্ধানের পর তিনি জানতে পারেন, এর আগে চংকিং-এর অন্য আর একটি হোটেলে কাজ করেছিলেন লি। সেখানকার হোটেলে ওয়াইফাই-এর যে নাম ও পাসওয়ার্ড ব্যবহার করা হত তার সঙ্গে এই হোটেলের নাম পাসওয়ার্ড হুবহু একই। যার জেরেই অটোমেটিক কানেক্ট হয়ে যায় ওয়াইফাই। বিষয়টি জানতে পারার পর প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনা জানানোর চেষ্টা করেন লি। তবে দেখা যায় রাগারাগির জেরে লিকে ব্লক করে দিয়েছেন যুবক। অতঃপর প্রেমিকের ভুল ভাঙাতে সংবাদমাধ্যমের কাছে গোটা বিষয়টি স্পষ্ট করেন যুবতী। তবে এই তথ্য তাঁর প্রেমিকের কানে পৌঁছেছে কীনা, আর গেলেও তা তিনি বিশ্বাস করেছেন কি তা অবশ্য জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামান্য ওয়াইফাই-এর জেরে যুগলের সুখের সময় মুহূর্তে বদলে গেল দুঃখে।
  • হোটেলরুমে ঢুকতেই অটোমেটিক কানেক্ট হয়ে গেল প্রেমিকার ওয়াইফাই।
  • চোখের সামনে এই কাণ্ড দেখে মুহূর্তে যা বোঝার তা বুঝে নিলেন প্রেমিক।
Advertisement