shono
Advertisement
Odisha

চাল, ডাল নয়, ঘর ভেঙে নগদ ৮০ হাজার টাকা সাবাড়! গজরাজের কাণ্ডে থ গ্রামবাসী

গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছে ২৪টি হাতির একটি দল।
Published By: Gopi Krishna SamantaPosted: 04:35 PM Jun 08, 2025Updated: 04:35 PM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকালয়ে ঢুকে হাতির হানা নতুন ঘটনা নয়। মাঝেমধ্যেই খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় গজরাজ। তবে ওড়িশার রায়গড় জেলায় যে ঘটনা ঘটল তা অবাক করবে আপনাকেও। কী হয়েছে সেখানে? জানা গিয়েছে, রায়গড় জেলার মুনিগুড়া বনাঞ্চলের অধীনস্ত নিয়ামগিরি পাহাড়ের কাছে একটি বাড়িতে হানা দিয়ে ৮০ হাজার টাকা সাবাড় করেছে হাতি! এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, নিয়ামগিরি এলাকায় গত এক সপ্তাহ ধরে তাণ্ডব চালাচ্ছে ২৪টি হাতির একটি দল। এলাকার ফসল খেতের ক্ষতি করার পাশাপাশি তিনটি ঘরও ভেঙেছে তারা। আর এবার একটি বাড়ি ভেঙে নগদ ৮০ হাজার সাবাড় করল গজরাজ!

এদিকে যাঁর বাড়ি ভেঙে নগদ টাকা সাবাড় করেছে গজরাজ। সেই নারিয়া হুইকা বলেন, “শুক্রবার রাতে একদল হাতি আমার বাড়িতে হামলা চালায়। প্রান বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।” তাঁর কথায়, “চাল, ডাল-সহ একটি ব্যাগে ৮০ হাজার টাকা রাখা ছিল। শনিবার সকালে বাড়ির কাছে এসে দেখি বাড়িটি ভাঙা অবস্থায় রয়েছে। চাল, ডাল পড়ে থাকলেও টাকা ভর্তি ব্যাগটি উধাও হয়ে গিয়েছে।” ওই ব্যক্তি জানান, পাকা বাড়ি করবার জন্য ওই টাকা জমিয়ে রেখেছিলেন তিনি। টাকা হারিয়ে এখন কী করবেন তাই ভেবে পাচ্ছেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকালয়ে ঢুকে হাতির হানা নতুন ঘটনা নয়।
  • মাঝেমধ্যেই খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় গজরাজ।
  • তবে এবার ওড়িশার রায়গড় জেলায় একটি বাড়িতে হামলা চালিয়ে নগদ ৮০ হাজার টাকা সাবাড় করল গজরাজ!
Advertisement