shono
Advertisement

Breaking News

Ghaziabad

পরিবেশ বান্ধব বিয়েতে যৌতুক ১১০০০ গাছ! উষ্ণায়নের দগদগে ক্ষতে ভালোবাসার প্রলেপ নবদম্পতির

বিয়ের আমন্ত্রণপত্রে ১০ প্রতিশ্রুতি দিলেন নবদম্পতি।
Published By: Amit Kumar DasPosted: 05:06 PM Mar 03, 2025Updated: 07:11 PM Mar 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সভ্যতার নামে পরিবেশ ধ্বংসের মহাযজ্ঞ চলছে পৃথিবীজুড়ে। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এ 'উন্নয়ন' আসলে নিজের পায়েই কুঠারাঘাত, নিজের বিয়েতে বিশ্বকে এমনই অভিনব বার্তা দিলেন গাজিয়াবাদের নবদম্পতি। তাঁদের বিয়ের যৌতুকে বহুমূল্য সোনা-রুপোর অলঙ্কার নয়, দেওয়া হল ১১০০০ গাছের চারা। বিশ্ব উষ্ণায়নের দগদগে ক্ষতে ভালোবাসার এই প্রলেপ মন কেড়ে নিল প্রকৃতিপ্রেমীদের। শুধু গাছ নয়, পরিবেশবান্ধব এই বিয়েতে নবদম্পতির ১০ প্রতিশ্রুতিকে স্যালুট জানালেন নেটিজেনরা।

Advertisement

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা সুরবিন্দর কিষানের সঙ্গে গত ২ মার্চ বিয়ে সম্পন্ন হয়েছে প্রিয়ার। বিয়ের আমন্ত্রণপত্র থেকে শুরু করে কন্যা বিদায় পর্যন্ত সমস্ত লৌকিক প্রক্রিয়া ছিল অভিনবত্বে ভরা। জাঁকজমকহীন এই বিয়ের আমন্ত্রণপত্রে ১০টি প্রতিশ্রুতি দিয়েছেন নবদম্পতি। যেগুলি হল, গোমাতার সেবার জন্য বিশেষ ভোজের আবেদন, বস্তি স্কুল উদ্বোধন, রক্তদান শিবির, গ্রাম দত্তক প্রকল্প, গ্রামীণ এলাকায় ডিজিটাল শিক্ষা প্রচারের জন্য ৫১টি ই লাইব্রেরি খোলা, সেলাই স্কুল খোলা, মাদকবিরোধী সচেতনতা অভিযান-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিয়েতে পণ নেওয়া হয়েছে ঠিকই, তবে তা কোনও বহুমূল্য অলঙ্কার বা টাকা-পয়সা নয়। কনেপক্ষের কাছে যৌতুক বাবদ চাওয়া হয় ১১ হাজার গাছ। বরপক্ষের দাবি মেনে যা দেওয়া হয় কনেপক্ষের তরফে। পাশাপাশি, বিয়েতে দুই পক্ষের তরফে আয়োজন করা হয় রক্তদান শিবির। সবশেষে গরুর গাড়িতে করে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন বর ও কনে।

অভিনব এই বিয়ে প্রসঙ্গে বর সুরবিন্দর বলেন, 'এই বিয়ের মাধ্যমে আমরা মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি প্রকৃতিকে ভালোবাসার। পাশাপাশি সামাজ কল্যাণে আরও বেশি করে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি।' দাঁত-নখ বের করা ধ্বংসের উন্নয়নের বিরুদ্ধে সুরবিন্দর ও প্রিয়ার এই বার্তা গাজিয়াবাদ তো বটেই মন কেড়ে নিয়েছে গোটা দেশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের যৌতুকে বহুমূল্য সোনা-রুপোর অলঙ্কার নয়, দেওয়া হল ১১০০০ গাছের চারা।
  • বিশ্ব উষ্ণায়নের দগদগে ক্ষতে ভালোবাসার এই প্রলেপ মন কেড়ে নিল সকলের।
  • বিয়ের আমন্ত্রণপত্রে ১০ প্রতিশ্রুতি দিলেন নবদম্পতি।
Advertisement