সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বাজার। চারিদিকে লোক ভর্তি। একটি মুদিখানা দোকানের সামনে জটলা। এক যুবকের জামার কলার ধরে চড়ের পর চড় মেরে চলেছেন মহিলা। হিন্দিতে বলছেন, "মেরি কামাই খাতি হো মেরে পে হুকুম চালায়ো গে?" জনতা বাধা দিলেও 'কুছ পরোয়া নেহি' মনোভাব। সোশাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। (সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওর সত্যতা যাচাই করেনি)।
[আরও পড়ুন: ৪০০ বছরের পুরনো জলদস্যুদের স্মৃতি ফিরল শহরে, নৌকা করে ঘাটের পাশে মন্দিরে ডাকাতি!]
বিষয়টা কী? কেন যুবককে একথা বলছেন মহিলা? ঘটনাটি বা কোথায় ঘটেছে? জানা গিয়েছে, ওই যুবক-যুবতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহরেচের বাসিন্দা। তাঁরা স্বামী-স্ত্রী। অভিযোগ, স্বামী কোনও কাজ করেন না। স্ত্রীর আয়ে সংসার চলে। স্বামী কেন তাঁর টাকায় 'বসে বসে খাবেন', এ নিয়ে রাগ মহিলার।
এই কারণেই ভরা বাজারে সবার মাঝে স্বামীর গায়ে হাত তুলতে পিছুপা হননি তিনি। কেউ কেউ তাকে থামাতে গেলে কোনও লাভ হয়নি। ওই মহিলা বলতে থাকেন, "আমার কামাই খাবে, আর আমার উপর হুকুম চালাবে"। ওই যুবক মহিলা থানায় যাওয়ার কথা বলতে মহিলা বলতে থাকেন, "মহিলা পুলিশ কী করবে?"
সাংসারিক অশান্তি বাইরে চলে আসায় কেউ কেউ পুরো ঘটনা তাড়িয়ে, তাড়িয়ে উপভোগ করলেন। কেউ মুচকে বাঁকা হাসি হাসেন। এই ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাদুনিয়া ওই মহিলার নিন্দায় মুখর। এক্স হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করে কেউ লিখেছেন, 'এটাই নারীর ক্ষমতায়ন!' শেষ পর্যন্ত ওই যুবক থানায় অভিযোগ জানাতে পেরেছেন কি না তা জানা যায়নি।