সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মরণ ঘুম' বোধহয় একেই বলে। যেখানে শয্যা দুই লাইনের মাঝে থাকা সিমেন্টের স্ল্যাব এবং বালিশ খোদ রেলের পাত। কার্যত স্বর্গের সিঁড়ির নিচে ছাতা খাটিয়ে নাক ডেকে আরামে ঘুমোচ্ছেন এক ব্যক্তি। নিশ্চিতভাবে এটাই হতে পারত শেষঘুম। তবে ট্রেন চালকের দৌলতে আরও কিছু রাত ঘুমোনর সুযোগ পেয়ে গেলেন 'ভাগ্যবান' ওই ব্যক্তি। 'কুম্ভকর্ণের' সঙ্গে পাল্লা দেওয়া সেই দুঃসাহসিক ঘুমের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, এই ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের। ভিডিওতে দেখা যাচ্ছে, রোদের হাত থেকে বাঁচতে ছাতা খুলে রেলের লাইনে মাথা রেখে আরামে ঘুম দিচ্ছেন এক ব্যক্তি। তাঁকে দেখে বোঝার উপায় নেই একেবারে মৃত্যুর দরজার মুখে গা এলিয়ে তিনি আরাম করছেন। ওই লাইন ধরেই আসছিল একটি ট্রেন। দূর থেকে লাইনের উপর ওইভাবে ব্যক্তিকে ঘুমোতে দেখে প্রথমে হর্ন বাজান চালক। তাতে অবশ্য ঘুমে কোনও প্রভাব পড়েনি। অতঃপর এমারজেন্সি ব্রেক কষে ব্যক্তির থেকে মাত্র কিছু দূরে ট্রেন থামাতে সক্ষম হন চালক। হর্নের শব্দেও তিনি যখন ওঠেননি তখন সন্দেহ হয় চালকের। ট্রেন থেকে নেমে ব্যক্তির গায়ে হাত দিয়ে ডাকতেই ধড়ফড়িয়ে উঠে বসেন তিনি।
[আরও পড়ুন: ফের দুর্ঘটনা! উত্তরপ্রদেশে দুভাগ হয়ে গেল ধানবাদগামী কৃষাণ এক্সপ্রেস]
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেন থেকে কিছুদূরে ছাতা মাথায় শুয়ে থাকা ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছেন চালক। ট্রেনেরই কোনও ব্যক্তি এই ঘটনার ভিডিও করেন। কাছে গিয়ে ওই ব্যক্তিকে ডেকে তোলার পর নিজের গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি। এদিকে এমন অদ্ভুত ঘুমের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তার নিচে নেটিজেনদের মজার মজার কমেন্ট আছড়ে পড়েছে। কেউ লিখেছেন, 'ওই লোকো পাইলটকে যমরাজ ক্ষমা করবেন না কোনওদিন।' কেউ আবার প্রশ্ন তুলেছেন, আত্মহত্যা করতে এসে ভুল করে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু ছাতা কেন?' কারও মতে, 'আজ বোধহয় যমরাজের ছুটি রয়েছে। নাহলে এতক্ষণে ওনার ওপরে গিয়ে অপ্সরাদের সঙ্গে গল্প করার কথা।' কেউ কেউ আবার ওই ব্যক্তির শাস্তির দাবি তুলেছেন।
[আরও পড়ুন: ‘প্রতিভাকে দমন করে পরিবারবাদের রাজনীতি’, মন কি বাতে বললেন মোদি]
রেলের লাইনে এমন দুঃসাহসিক ঘুম দেওয়ার সাহস রাখা ওই ব্যক্তি কে তা অবশ্য জানা যায়নি। তবে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর রেল চালকের প্রশংসা করেছেন নেটিজেনরা।